মঙ্গলবার, ৫ জুন, ২০১৮ ০০:০০ টা

নিম্ন আদালতের প্রতি ১৫ দফা নির্দেশনা হাই কোর্টের

নিজস্ব প্রতিবেদক

হাই কোর্টের একটি রায়ে নিম্ন আদালতের প্রতি ১৫ দফা নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, জেলা ও দায়রা জজ আদালতের বিচারকদের দায়িত্ব পালনের ক্ষেত্রে আরও দায়িত্বশীল হতে হবে। সৎ, মেধাবী এবং দক্ষ কর্মকর্তাদের মাধ্যমে বিচার বিভাগকে রাষ্ট্রের সবচেয়ে গতিশীল অঙ্গ হিসেবে জনগণের স্বীকৃতি আদায়ে তাদের সচেষ্ট থাকতে হবে।

গাইবান্ধার দায়রা আদালতের একটি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা মামলার রায়ে হাই কোর্টের বিচারপতি মো. রেজাউল হক এবং বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ এ নির্দেশনা দিয়েছে। গতকাল রায় প্রকাশের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান। সঠিকভাবে আদেশ প্রদান, রিভিশনাল ম্যাটার ও বিবিধ বিষয়ের ক্ষেত্রে বিচার বিভাগের গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা বাঁচাতে এবং বিচার বিভাগের শ্রেষ্ঠত্ব ধরে রাখার প্রত্যাশায় এ গাইডলাইন দেওয়া হয়। এদিকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে এ নীতিমালা সংবলিত রায়ের কপি সব জেলা জজ, মহানগর ও দায়রা জজদের মাঝে বিতরণ করতে অথবা ওয়েবসাইটে প্রকাশের মাধ্যমে জানানোর ব্যবস্থা করতে বলা হয়েছে। আদালত বলেছে, রিভিশনসমূহ দ্রুত নিষ্পত্তি করতে হবে, যাতে সাধারণ জনগণ আদালতের দুর্বল ও ধীরগতির জন্য মামলার তদন্ত অথবা বিচার বিলম্ব হচ্ছে বলে দোষারোপ করতে না পারেন। অবসরে যাওয়ার আগে অনেক সরকারি কর্মকর্তা দায়িত্বের প্রতি অনীহা প্রদর্শন করেন এবং ঢিলেভাবে কাজ শুরু করেন। জেলা ও দায়রা জজদের ক্ষেত্রে এ ধরনের মানসিকতা থাকা যাবে না। তাদের দায়িত্ব পালনে আরও সিরিয়াস হতে হবে। রায়ে আরও বলা হয়েছে, দায়রা জজ আদালতের বিচারকদের ফৌজদারি রিভিশনের ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে অধীনস্থ আদালতের রায় পুনর্বিবেচনায় শুধু সম্মত বা অসম্মত উল্লেখ করেই দায়িত্ব শেষ করা যাবে না; সংশ্লিষ্ট মামলার বিষয়বস্তুর সঙ্গে জড়িত আইনগত প্রশ্নের গভীরে ঢুকে অনুসন্ধান এবং তার পর তাদের মেধা ও দক্ষতা অনুযায়ী নিজস্ব মতামতের প্রতিফলন ঘটাতে তারা কাঠামোগতভাবেই বাধ্য, তাদের অবশ্যই বিচারিক মনোভাবসম্পন্ন হতে হবে এবং যে কোনো আদেশের বিরুদ্ধে দায়ের করা রিভিশনাল বিষয়সমূহ দ্রুত নিষ্পত্তি করতে হবে। একই সঙ্গে মুখ্য মহানগর হাকিম (সিএমএম) এবং মুখ্য বিচারিক হাকিমের (সিজেএম) সহযোগিতায় সব বিচারক এবং হাকিমকে নিয়ে জেলা/ মহানগর দায়রা জজের অফিসে মাসে কমপক্ষে একবার জুডিশিয়াল কনফারেন্স (বিচারিক সম্মেলন) করতে হবে।

সর্বশেষ খবর