শনিবার, ৯ জুন, ২০১৮ ০০:০০ টা

এখনো আটক হননি রূপগঞ্জের আলমাস

নিজস্ব প্রতিবেদক

রূপগঞ্জের হত্যা মামলার আসামি আলমাসকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। আলমাস ২৭ মে ছাত্রলীগ নেতা হাসান মাহমুদ রুবেলকে নির্মমভাবে হত্যার পর আত্মগোপনে থাকলেও বাদীপক্ষকে মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছেন। জানা যায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলার মাছিমপুরের নসুর উল্লাহ মুন্সীর ছেলে তোফায়েল আহমেদ আলমাস এবং তার সহযোগী সুরুজ, নয়ন, কাজল, মাসুদা, খোকনসহ ২০-২৫ জন মিলে ২৭ মে রাতে নির্মমভাবে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন মুড়াপাড়া বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মেধাবী ছাত্রনেতা হাসান মাহমুদ রুবেলকে। এ ঘটনায় রুবেলের বড়ভাই মোমেন মিয়া বাদী হয়ে আলমাসকে প্রধান করে ১৪ জনকে নামীয় ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। উল্লিখিত মামলার প্রধান আসামি আলমাস ৩১ মে হাই কোর্টে জামিন আবেদন করলে আদালত তাকে আগামী ১০ জুনের মধ্যে জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করার নির্দেশ দেয়। আলমাসের বিরুদ্ধে মুড়াপাড়ার মানুষকে জিম্মি করার অভিযোগ রয়েছে। মুড়াপাড়া অঞ্চলে শিল্পকারখানায় চাঁদাবাজি, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ব্যবসা, মানুষের জমি দখল, জমি দখল করে নিজের নামে মাছের খামার তৈরি, কৃষিজমির মাটি ইটভাটায় বিক্রিসহ এমন কোনো অপকর্ম নেই যা আলমাস ও তার বাহিনীর লোকেরা করছেন না।

সর্বশেষ খবর