রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
জমজমাট তিন সিটি ভোট

প্রার্থিতা যাচাই-বাছাই আজ-কাল

নিজস্ব প্রতিবেদক

আজ ও কাল রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোয়নপত্র যাচাই-বাছাই করবেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। এ ক্ষেত্রে বৈধ প্রার্থীরা ৯ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সময় পাবেন এবং ১০ জুলাই চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে তারা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে পারবেন। আর ভোটগ্রহণ হবে ৩০ জুলাই। এর আগে গত ২৮ জুন মনোনয়ন দাখিলের শেষ দিন ছিল। এবারে তিন সিটির নির্বাচনী লড়াইয়ে আওয়ামী লীগ-বিএনপিসহ অন্যান্য দলের মেয়র প্রার্থীরা থাকছেন। সেইসঙ্গে সিলেটে বিএনপি ও বরিশালে জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এর মধ্যে রাজশাহীতে মেয়র পদে ৬ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর পদে ১৭০ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ জন, সিলেটে মেয়র পদে ৯ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৩৭ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৩ জন এবং বরিশালে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ১১৪ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। তবে ভোটের মাঠে শেষ পর্যন্ত কারা থাকবেন তা নির্ধারণ হবে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ইসি জানিয়েছে, রাজশাহী সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হলেন এ এইচ এম খায়রুজ্জামান লিটন, বিএনপির মোসাদ্দেক হোসেন বুলবুল, জাতীয় পার্টির (এরশাদ) ওয়াসিউর রহমান দোলন, হাবিবুর রহমান (স্বতন্ত্র), গণসংহতি আন্দোলনের (স্বতস্ত্র) অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শফিকুল ইসলাম। সিলেট সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, বিএনপির মেয়র প্রার্থী (সদ্য সাবেক সিটি মেয়র) আরিফুল হক চৌধুরী, সিপিবি-বাসদ মনোনীত প্রার্থী আবু জাফর, ইসলামী আন্দোলনের ডা. মোয়াজ্জেম হোসেন। আর স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে রয়েছেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম (বিদ্রোহী), মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, মুক্তাদির হোসেন তাপাদার, এহসানুল হক তাহের ও কাজী জসিম। বরিশাল সিটিতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ, বিএনপির (সাবেক মেয়র) অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, কমিউনিস্ট পার্টির অ্যাডভোকেট এ কে আজাদ, বাসদের ডা. মনিষা চক্রবর্তী, খেলাফত মজলিসের এ কে এম মাহাবুব এবং স্বতন্ত্র হিসেবে রয়েছেন (জাতীয় পার্টির বিদ্রোহী) বশির আহম্মেদ ঝুনু।

সর্বশেষ খবর