রবিবার, ১ জুলাই, ২০১৮ ০০:০০ টা
রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিট

১৪ জুলাই পারমাণবিক চুল্লি বসানোর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের দ্বিতীয় ইউনিটের ফাস্ট কংক্রিট পোরিং (এফসিপি) বা পারমাণবিক চুল্লি বসানো কাজের উদ্বোধন করা হবে ১৪ জুলাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন বলে জানিয়েছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃপক্ষ। এর আগে গত বছর ৩০ নভেম্বর প্রধানমন্ত্রী বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিটের ফাস্ট কংক্রিট পোরিংয়ের উদ্বোধন করেন। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন জানান, কেন্দ্রটির দ্বিতীয় ইউনিটের রিঅ্যাক্টর বিল্ডিং ফাউন্ডেশনের উদ্বোধনের মধ্য দিয়ে এর নির্মাণকাজ চূড়ান্ত রূপ পাবে। নিয়ম অনুযায়ী নির্মাণাধীন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটির যে ভিতের ওপর পারমাণবিক চুল্লি তৈরি করা হবে, তাতে কংক্রিট ঢালাই শুরুর আগে প্রথম ইউনিটের মতো দ্বিতীয় ইউনিটের জন্যও পরমাণু শক্তি কমিশনকে ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স নিতে হবে। আর লাইসেন্স পাওয়ার পর দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শুরু হবে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন অনুযায়ী মূল নির্মাণকাজ শুরুর আগে এ লাইসেন্স গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, জুলাইয়ের মধ্যভাগের আগেই এক অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানের কাছে এ লাইসেন্স হস্তান্তর করা হবে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘দ্বিতীয় ইউনিটের ডিজাইন ও কনস্ট্রাকশন লাইসেন্স পাওয়ার জন্য যত শর্ত আছে তা ইতিমধ্যে পূরণ করা হয়েছে। আমরা আশা করছি, এ লাইসেন্স পাওয়ার মধ্য দিয়ে দ্বিতীয় ইউনিটের নির্মাণকাজ শিগগিরই শুরু করতে পারব।’

সর্বশেষ খবর