শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

খালেদা জিয়ার এক আবেদনের শুনানি ২৯ জুলাই

নিজস্ব প্রতিবেদক

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল শুনানিতে সময় বাড়াতে করা রিভিউ আবেদনের বিষয়ে ২৯ জুলাই শুনানির দিন ধার্য হয়েছে। খালেদা জিয়ার পক্ষে করা আবেদনের শুনানি নিয়ে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী, সঙ্গে ছিলেন আইনজীবী কায়সার কামাল। কায়সার কামাল সাংবাদিকদের বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল শুনানি ৩১ জুলাইর মধ্যে শেষ করতে আপিল বিভাগ হাই কোর্টকে নির্দেশনা দেয়। এ সময়ের মধ্যে শুনানি শেষ করা সম্ভব না হওয়ায় আপিল বিভাগে আমরা রিভিউ আবেদন করি। আপিল বিভাগ রিভিউ আবেদনটি স্ট্যান্ড ওভার রেখেছে। আদালত বলেছে, ৩১ জুলাইর মধ্যে হাই কোর্টে আপিল নিষ্পত্তি সম্ভব না হলে সময় বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হবে। এর পরিপ্রেক্ষিতে আমরা চেম্বার আদালতে আবেদন করলে চেম্বার আদালত রিভিউ আবেদনটি শুনানির জন্য ২৯ জুলাই দিন নির্ধারণ করেছে। ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে নিম্ন আদালত পাঁচ বছরের কারাদণ্ড দেয়। এর পর থেকে তিনি কারাগারে রয়েছেন।

সর্বশেষ খবর