শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা
হলি আর্টিজানে হামলা

মামলা যাচ্ছে সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে

আদালত প্রতিবেদক

রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার মামলা বিচারের জন্য বদলি করা হয়েছে। গতকাল ঢাকার মুখ্য মহানগর হকিম (সিএমএম) মো. সাইফুজ্জামান হিরো এ আদেশ দেন।

এ বিষয়ে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রাকিবুল ইসলাম সাংবাদিকদের জানান, মামলাটি বিচারের জন্য বদলির আদেশ হয়েছে। রবিবার মামলাটি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হবে। সেখান থেকে নিয়মানুযায়ী মহানগর দায়রা জজ আদালত ভবনের পঞ্চম তলায় অবস্থিত সন্ত্রাস দমন ট্রাইব্যুনালে যাবে। সেখানেই মামলাটির বিচারকাজ চলবে। এর আগে ২৩ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম বিভাগের পরিদর্শক হুমায়ূন কবির আটজনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। আট আসামির মধ্যে ছয়জন কারাগারে আছেন, বাকি দুজন পলাতক। কারাগারে থাকা ছয় আসামি হলেন জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী, রাকিবুল হাসান রিগান, রাশেদুল ইসলাম ওরফে র‌্যাশ, সোহেল মাহফুজ, মিজানুর রহমান ওরফে বড় মিজান ও হাদিসুর রহমান সাগর। পলাতক দুই আসামি শহীদুল ইসলাম খালেদ ও মামুনুর রশিদ রিপনের বিরুদ্ধে অভিযোগপত্রে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। ২০১৬ সালের ১ জুলাই রাতে কূটনৈতিক পাড়া গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালিয়ে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। তাদের ঠেকাতে গিয়ে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। রাতভর উৎকণ্ঠার পর ২ জুলাই সকালে সেনাবাহিনীর কমান্ডো অভিযানের মধ্য দিয়ে সংকটের অবসান ঘটে।

সর্বশেষ খবর