শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

মেঘনা-গোমতী সেতুর দুই পাশে তীব্র যানজট

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর দুই পাশে যানবাহনের তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। গতকাল দাউদকান্দির গৌরীপুর থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত প্রায় ১০ কিলোমিটারসহ সেতুর দুই প্রান্তে প্রায় ২০ কিলোমিটার যানজটে আটকা পড়ে হাজার হাজার যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা পড়ে যাত্রীরা চরম দুর্ভোগ পোহান। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে মেঘনা-গোমতী সেতুর গোড়ায় কিছু গর্ত সৃষ্টি হয়েছে। ফলে সেতুর ওপর দিয়ে ধীরগতিতে যানবাহন চলাচল করছে। ঢাকাগামী তিশা পরিবহনের যাত্রী মিজানুর রহমান জানান, যানজটে আটকা পড়ে একই স্থানে প্রায় দুই ঘণ্টা আটকে ছিলেন। এ অবস্থায় কখন ঢাকায় পৌঁছাবেন, তা তাদের জানা নেই। ঢাকা থেকে কুমিল্লাগামী সবজি-বোঝাই ট্রাকের চালক বিপ্লব মিয়া বলেন, নারায়ণগঞ্জের মদনপুর এলাকায় এসে যানজটে আটকা পড়েন তিনি। ২০ কিলোমিটার পথ অতিক্রম করতে তার পাঁচ ঘণ্টা সময় লেগেছে। যথা সময়ে গন্তব্য পৌঁছতে না পারলে সবজির মালিকের ক্ষতি হবে। দাউদকান্দি হাইওয়ে থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, রাতভর বৃষ্টির কারণে মেঘনা-গোমতী সেতু দিয়ে ধীরগতিতে যানবাহন চলছে।

 সেতুর গোড়ায় কিছু গর্তও সৃষ্টি হয়েছে। মূলত এ কারণেই যানজটের সৃষ্টি হয়েছে। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ চেষ্টা চালাচ্ছে। তবে বিকালেই যানজট কমে আসে।

সর্বশেষ খবর