শিরোনাম
শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

বেগুনের ভিতর দুই হাজার ইয়াবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে নতুন কৌশলে পরিবহন করা হচ্ছে ইয়াবা। শপিং ব্যাগের ভিতরে ছিল বেগুন। বেগুনের ভিতর বিচির বদলে ছিল ২ হাজার ইয়াবা। চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড় থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল সকালে তাকে গ্রেফতার করা হয়। আলী আহমদ কক্সবাজার জেলার টেকনাফ মহেশখালিয়াপাড়া এলাকার সোলতান আহমদের ছেলে। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন বলেন, ‘গোপন সূত্রের খবরে আলী আহমদকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো দুটি বেগুনের ভিতরে লুকানো ছিল। বেগুনের ভিতর কৌশলে ইয়াবা রেখে শপিং ব্যাগে পলিথিন দিয়ে মোড়া ছিল। বিচি ফেলে দিয়ে এসব ইয়াবা রাখা হয়েছিল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সর্বশেষ খবর