শুক্রবার, ২৭ জুলাই, ২০১৮ ০০:০০ টা

তৃণমূল নেতাদের ডেকেছে বিএনপির হাইকমান্ড

নিজস্ব প্রতিবেদক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাবন্দী। এ অবস্থায় দলের করণীয় নির্ধারণে তৃণমূল নেতাদের মতো জানতে জেলা নেতাদের সঙ্গে বৈঠক করবেন দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটি। এ জন্য দলের ৭৮ সাংগঠনিক জেলা নেতাদের ঢাকায় ডেকেছে বিএনপি।

বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে মোবাইল ফোনে যোগাযোগ করে জেলা নেতাদের ঢাকায় আসতে বলা হয়েছে। জেলা ও মহানগর কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, সিনিয়র সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক এই পাঁচজন বৈঠকে উপস্থিত থাকবেন।

 দুই ভাগে তৃণমূল নেতাদের সঙ্গে বসবেন নীতিনির্ধারকরা। ৩ আগস্ট নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ এবং ১০ আগস্ট ঢাকা, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা বিভাগের নেতাদের সঙ্গে বৈঠক হবে গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।

সর্বশেষ খবর