মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

হিসাব জমায় ১৫ দিন সময় পেল আওয়ামী লীগসহ ৭ দল

নিজস্ব প্রতিবেদক

নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব দিতে ১৫ দিনের সময় পেল আওয়ামী লীগসহ সাতটি রাজনৈতিক দল। এর আগে দলগুলো হিসাব জমা দেওয়ার জন্য কমিশনের কাছে সময় চেয়ে আবেদন করেছিল। দলগুলো হলো আওয়ামী লীগ, সাংস্কৃতিক মুক্তিজোট, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ জাতীয় পার্টি, বিএনএফ, গণতন্ত্রী পার্টি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)।

সূত্র জানায়, ৩১ জুলাই ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময় শেষ হয়েছে । তবে নির্ধারিত সময়ে হিসাব দিতে না পারলেও আওয়ামী লীগসহ সাত রাজনৈতিক দল ইসির কাছে সময় বাড়ানোর আবেদন করে। সে অনুযায়ী এসব দলকে আরও ১৫ দিন সময় দিয়েছে সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি। এ বিষয়ে ইসির উপসচিব মো. আবদুল হালিম খান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ৩৯টি নিবন্ধিত দলের মধ্যে সাতটিকে অডিট রিপোর্ট জমা দিতে ১৫ দিন সময় দিয়েছে কমিশন। এর আগে তারা সময় বাড়ানোর আবেদন করেছিল। যারা অডিট রিপোর্ট দেয়নি আগামী ১৫ কার্যদিবসের মধ্যে জমা দিতে হবে। অডিট রিপোর্ট জমা দেওয়ার জন্য দলগুলোর কাছে চিঠি যাচ্ছে বলেও জানান তিনি। উল্লেখ্য, ২০০৮ সালে নিবন্ধন প্রথা চালুর পর গণপ্রতিনিধিত্ব আদেশ মেনে প্রতি বছর আর্থিক লেনদেনের হিসাব দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর। কোনো দল পরপর তিন বছর আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে ইসি চাইলে এসব দলের নিবন্ধন বাতিল করতে পারে।

সর্বশেষ খবর