মঙ্গলবার, ৭ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

অপশক্তিকে মোকাবিলা করব : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, ‘কারও ঢাল হিসেবে ব্যবহৃত না হয়ে তোমরা এখন ক্লাসে ফিরে যাও। তোমাদের যৌক্তিক দাবি বাস্তবায়নে আমাদের যা যা করণীয় অবশ্যই আমরা তা করব। তোমাদের এই আন্দোলনকে সহিংস করছে গুন্ডাবাহিনী। ছাত্র-শিক্ষক-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবিলা করব।’

গতকাল ডিএসসিসি আয়োজিত ‘নিরাপদ সড়ক ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের  উদ্দেশে এসব কথা বলেন মেয়র। এ সময় নয় দফা দাবি বাস্তবায়নে সরকারের গৃহীত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করে রাজপথ ছেড়ে ক্লাসে ফেরার ঘোষণা দেন ৪২১টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাঈদ খোকন বলেন, পরিবহনশ্রমিকদের বেপরোয়া মনোভাবের কারণে গণপরিবহনে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বছরের পর বছর আইনের তোয়াক্কা না করে নৈরাজ্য করছে তারা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে ২৯ জুলাই। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলন ও দাবি সারা দেশের মানুষ সমর্থন করেছে। সরকারপ্রধান তাদের দাবি মেনে নিয়েছেন। শুরুতে শিক্ষার্থীদের এই অহিংস আন্দোলন ও দাবি অত্যন্ত সুশৃঙ্খল ছিল। কিন্তু শিক্ষার্থীদের ঢাল হিসেবে বেছে নিয়েছে পরাজিত জামায়াত-শিবির চক্র। দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে তারা। আমি হুঁশিয়ারি করছি, তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেব না আমরা। ছাত্র-শিক্ষক-শ্রমিক-জনতা ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে মোকাবিলা করব। সোনামণিদের নিরাপদে বেড়ে ওঠার জন্য প্রয়োজনীয় সবই করব। শিক্ষার্থীরা শুধু আইন নিজের হাতে তুলে নিও না।’

বিশিষ্ট কলামিস্ট ও সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘বেপরোয়া গাড়ি চালনা আর দুর্ঘটনা এক কথা নয়। যারা বেপরোয়া গাড়ি চালিয়ে মানুষ খুন করবে আমরা তাদের শাস্তি চাই। শিক্ষার্থীদের দাবির সঙ্গে সবাই একমত। সরকার বাস্তবায়ন শুরু করেছে। এবার তোমরা ক্লাসে ফিরে যাও।’ ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ঐশী দাস বলেন, ‘আন্দোলন করতে গিয়ে দেখেছি পুলিশ তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে না। তারা এটা না করলে কীভাবে নিরাপদ সড়ক হবে?’ ঐশী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদের দাবি বাস্তবায়ন করছেন। আমরা আর রাজপথে থাকব না। ক্লাসে ফিরে যাব।’ দুই নিহত শিক্ষার্থীর নামে সড়কের নামকরণ এবং বিশ্ববিদ্যালয়গুলোয় নিরাপদ সড়কবিষয়ক আলাদা বিভাগ খোলার প্রস্তাব করেন ঐশী। রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রুম্মন বলেন, ‘সরকার আমাদের দাবি মেনে নিয়েছে। আমরা ক্লাসে ফিরে যেতে চাই। তা ছাড়া প্রতি স্কুলের সামনে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার জন্য অনুরোধ জানাই।’

অভিভাবকদের পক্ষ থেকে কামরুন নাহার বলেন, ‘আমাদের সন্তান তোমরা যারা নয় দফা দাবিতে আন্দোলন করেছ, তোমরা সফল। সরকার তোমাদের দাবি মেনে নিয়েছে। তোমরা ক্লাসে ফিরে যাও।’ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগের (দক্ষিণ) সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাজনীন ফেরদৌস, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শাহানারা বেগম, মতিঝিল মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কাসেম প্রমুখ।

সর্বশেষ খবর