নিরাপদ সড়কের দাবিতে পুলিশের কাজে বাধা দেওয়া ও ভাঙচুরের অভিযোগে গ্রেফতার ৮ আন্দোলনকারীর জামিন আবেদন নাকচ করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই এ আদেশ দেন। এদের মধ্যে রাজধানীর বাড্ডা থানায় করা মামলায় আসামি রাশেদুল ইসলাম, মুসফিকুর রহমান, হাসান, জাহিদুল হক ও নুর মোহাম্মদ এবং ভাটারা থানায় করা মামলায় সাবের আহম্মেদ, শিহাব শাহরিয়ার ও সাখাওয়াত হোসেন জামিনের আবেদন করেছিলেন। জামিনের শুনানিতে আসামির আইনজীবীরা বলেন, দরখাস্তকারীরা ছাত্র। এসব ছাত্র কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন। যে ঘটনায় মামলা, তার সঙ্গেও তাদের সম্পৃক্ততা নেই। ওই জামিন আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক আবু হানিফ। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক শিক্ষার্থীদের জামিন আবেদন নাকচ করেন। এর আগে রবিবার বাড্ডা থানার মামলায় আসামি তরিকুল ইসলাম, রেদোয়ান আহম্মেদ এবং ভাটারা থানার মামলায় আসামি মাসহাদ মুর্তজা আহাদ ও আজিজুল করিম অন্তরের জামিনের আবেদন নাকচ করেছিল আদালত। নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে গত ৭ আগস্ট রাজধানীর বাড্ডা ও ভাটারা থানা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ বাধে। এরপর বাড্ডা ও ভাটারা থানায় করা দুটি মামলায় ২২ জনকে গ্রেফতার করে পুলিশ। বাড্ডা থানার মামলায় ১৪ ছাত্রকে এবং ভাটারা থানার মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে।