রবিবার, ২৬ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

—— অ্যাটর্নি জেনারেল

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায় না। তারা আইন করে সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের বিচার বন্ধ রেখেছিল। শুধু ১৯৭৫ সালের ১৫ আগস্ট হত্যাকাণ্ডের বিচারই নয়, ২০০৪ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার বিচারও বিএনপি করেনি। গতকাল মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাহবুবে আলম বলেন, ‘১৫ আগস্টের হত্যাকাণ্ড ছিল রোমহর্ষক ও পৈশাচিক। ঘাতকরা বঙ্গবন্ধুর তনয় শিশু রাসেলকেও রেহাই দেয়নি। আমি আলোচিত সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জেলহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের মামলাগুলো পরিচালনা করেছি। দখল করে রাখা বহু সরকারি সম্পত্তি উদ্ধার করেছি। এর মধ্যে খালেদা জিয়া ও মওদুদ আহমদের বাড়ি দখলমুক্ত করেছি।’ উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সিরাজ বেপারীর সভাপতিত্বে ও উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সদস্য কাজী মুস্তাফিজুর রহমান বাবুলের সঞ্চালনায় গাঁওদিয়া ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আরও বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) মো. আবুল বাসার, ঢাকা মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডা. আবু ইউসুফ ফকির, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুন্সী দেলোয়ার হোসেন প্রমুখ। উল্লেখ্য, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী।

সর্বশেষ খবর