বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

শহিদুলের জামিন আবেদন শুনানি আগামী সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক

শহিদুলের জামিন আবেদন শুনানি আগামী সপ্তাহে

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিনের আবেদনের ওপর আগামী সপ্তাহে শুনানি হবে। গতকাল বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে জামিনের আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করেন ব্যারিস্টার সারা হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। জানা গেছে, এ মামলায় ৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে শহিদুল আলমের জামিনের আবেদন নাকচ হয়। ১৪ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে আদালত আবেদনটি শুনানির জন্য ১১ সেপ্টেম্বর দিন ধার্য করে। পরে ১৯ আগস্ট শুনানির তারিখ এগিয়ে আনার আবেদন করা হলে আদালতে তাও নাকচ হয়। এরপর অন্তর্বর্তীকালীন জামিন চেয়ে ওই আদালতে আবেদন করা হলে আদালত শুনানির জন্য তা গ্রহণ করেনি। এই প্রেক্ষাপটে মঙ্গলবার হাই কোর্টে জামিনের আবেদন করেন শহিদুলের আইনজীবীরা। জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, জামিনের আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হলে আদালত এ ধরনের অন্য মামলায় উচ্চ আদালতের সিদ্ধান্তসমূহ দেখে আগামী সপ্তাহে শুনানি করবে বলে জানিয়েছে।

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গুজব ছড়ানোর অভিযোগে ৫ আগস্ট রাতে দৃক্ গ্যালারি ও পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা শহিদুল আলমকে পুলিশ গ্রেফতার করে। পরে তার বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করা হয়।

সর্বশেষ খবর