বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা
অর্থমন্ত্রী বললেন

আমি নির্বাচনকালীন সরকারে থাকব

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, নির্বাচনের যেহেতু আর মাত্র তিন মাস বাকি রয়েছে তাই অক্টোবরেই ইন্টেরিম (অন্তর্বর্তী) সরকার গঠন করা হবে। এটা অক্টোবরের মাঝামাঝিতে হতে পারে। তিনি বলেন, আমার ধারণা নির্বাচনকালীন সরকার অক্টোবর মাসে হবে। অক্টোবরের সামটাইম, মিডেলেও হতে পারে। গতকাল সচিবালয়ে পার্চেজ ও ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির সভা শেষে তিনি এসব কথা বলেন। নির্বাচনকালীন সরকার কত সদস্যের হতে পারে সে ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, নো আইডিয়া। আপনি কতদিন আছেন জানতে চাইলে তিনি বলেন, আমি আছি মনে হয় ইন্টেরিম সরকার পর্যন্ত। ইন্টেরিম সরকারে কি আপনি থাকবেন— জানতে চাইলে মুহিত বলেন, সম্ভবত থাকব। চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে ৩২ করা হচ্ছে— এমন গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, আমি জানি না। তবে চাকরির বয়স বেশি হলে আমার আপত্তি নেই। কিন্তু আমার মতে চাকরি হওয়া উচিত কনট্রাক্ট বেসিসে। এভরি ওয়ান সুড বি গিভেন এ জব ফর টেন ইয়ার্স, ফিফটিন ইয়ার্স। এটা যে কোনো বয়সে। এ প্রসঙ্গে মুহিত আরও বলেন, বয়স বাড়ানোর পরিকল্পনা আমার ছিল। আমি প্রস্তাবও দিয়েছিলাম। কিন্তু সেটা হয়নি। তবে আমার মনে হয় নির্বাচনের আগে কোনো পরিবর্তন হবে না।

ফিলিপাইন সরকার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের তদন্ত প্রতিবেদন চেয়েছিল। সেটা পাঠানো হয়েছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, হ্যাঁ, চেয়েছিল। তাদের কাছে সব পাঠানো হয়েছে। আমি তাদের মিনিস্টারকে (মন্ত্রী) চিঠি দিয়েছি। বলেছি, যা কিছু আছে সব পাঠানো হয়েছে। আরসিবিসির বিরুদ্ধে মামলা করা হচ্ছে কিনা— এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো মামলা হয়নি। বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে কাজ করছে। তারা একজন আইনজীবী নিয়োগ দিয়েছে। মামলাটা হবে নিউইয়র্কে। ফেডারেল রিজার্ভ ব্যাংক এটার পার্টি হবে। পদক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদকের সোনা নিয়ে যে সমস্যা ছিল তা বহু আগেই সমাধান হয়েছে।

সর্বশেষ খবর