বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

মা-খালার চাপে ইয়াবা কারবারে

প্রতিদিন ডেস্ক

চট্টগ্রামে ১৩ হাজার ইয়াবাসহ গ্রেফতার হওয়ার পর ২৫ বছর বয়সী এক যুবক পুলিশকে শুনিয়েছে ‘মা-খালার চাপে’ তার মাদকের কারবারে জড়িয়ে পড়ার গল্প। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, মঙ্গলবার রাতে নগরীর সিনেমা প্যালেস এলাকা থেকে আল আমিন নামের ওই তরুণকে পুলিশ গ্রেফতার করে। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে আল আমিন তার ইয়াবার কারবার নিয়ে বিভিন্ন তথ্য দেন বলে জানান ওসি। খবর বিডিনিউজের।

ওসি মোহাম্মদ মহসিন বলেন, আল আমিনের মা সাজু বেগম এবং খালা রুনা বেগম ‘পুলিশের তালিকাভুক্ত’ মাদক কারবারি। ইয়াবা পাচারের এক মামলায় তাদের ১০ বছর করে সাজা দিয়েছিল নারায়ণগঞ্জের একটি আদালত। পরে তারা জামিনে মুক্তি পান। আল আমিন পুলিশকে বলেছেন, তার দাদাবাড়ি নড়াইলে। আর চট্টগ্রামের সাতকানিয়ায় তার নানাবাড়ি। দুই বছর আগে তার বাবা মারা যান। খালা রুনার শ্বশুরবাড়ি টেকনাফে। তার ‘ভালো আয়-রোজগার’ দেখে মা সাজু বেগমও জড়িয়ে পড়েন ইয়াবার ব্যবসায়। দুই ভাই এক বোনের মধ্যে আল আমিন সবার ছোট। বোনের বিয়ে হয়ে গেছে। আর বড় ভাই চায়ের দোকান চালান। আল আমিন নিজে একসময় পোশাক কারখানায় কাজ করতেন। ভালো আয়ের আশায় বায়েজিদ বোস্তামী টেক্সটাইল এলাকায় একটি খাবারের হোটেলও দিয়েছিলেন। ওসি বলেন, ‘হোটেল থেকে যা রোজগার হতো তা পছন্দ হচ্ছিল না আল আমিনের মায়ের। বেশি লাভের আশায় মায়ের চাপাচাপিতে সে ইয়াবা ব্যবসায় জড়িয়ে পড়েছে বলে জিজ্ঞাসাবাদে দাবি করেছে।’ পুলিশ জানায়, আল আমিন ও তার মা আগে বায়েজিদ এলাকায় থাকলেও সেখান থেকে প্রথমে পাঁচলাইশ এলাকায় এবং পরে কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। ওসি বলেন, ‘আল আমিনের মা ইয়াবা সংগ্রহ করে আনতেন আর তার খালা ক্রেতা খুঁজে বের করতেন। সেই ক্রেতাকে ইয়াবা পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল আল আমিনের। মঙ্গলবার রাতে ইয়াবা পৌঁছে দিতে গিয়ে সে পুলিশের হাতে ধরা পড়ে।’

 

সর্বশেষ খবর