বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জলবায়ু পরিবর্তনে বাংলাদেশ বড় ক্ষতির মুখে : বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক

জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বেড়েই চলেছে। এর প্রভাবে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের ৭৫ শতাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করে বিশ্বব্যাংক। এতে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার অবনমন ঘটবে। গতকাল সোনারগাঁও হোটেলে ‘দক্ষিণ এশিয়ার জীবনযাত্রায় উষ্ণতা ও বৃষ্টিপাতের পরিমাণে পরিবর্তনের প্রভাব’ বিষয়ক বিশ্বব্যাংকের আঞ্চলিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে এসব তথ্য রয়েছে। প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা সফররত বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শাফার ও বিশ্বব্যাংকের আবাসিক প্রধান চিমিয়াও ফান। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর ধরে এ অঞ্চলের তাপমাত্রা বাড়ছে এবং এ ধারা অব্যাহত থাকবে। এর প্রভাব পড়বে কৃষি, স্বাস্থ্য ও অন্যান্য খাতে। বাংলাদেশে প্রতি বছর এক থেকে দেড় শতাংশ হারে তাপমাত্রা বাড়ছে। প্যারিস জলবায়ু সম্মেলনের ঝুঁকি মোকাবিলার বিষয়গুলো যদি না দেখা হয় তাহলে ২০৫০ সাল নাগাদ তাপমাত্রা ২ দশমিক ৫০ শতাংশ হারে বাড়তে পারে। প্রতিবেদন প্রকাশের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, আগামী ইলেকশন নিয়ে বৈঠকে আলোচনা করার কিছুই ছিল না। সরকার পরিবর্তন হলেও বিদেশি এজেন্সিগুলোর সঙ্গে সম্পর্ক পরিবর্তন হয় না। আমরা আশা করি নির্বাচনে জয়ী হব। নির্বাচনের পর কী করবেন জানতে চাইলে তিনি বলেন, ওয়েল আই ইউল নট বি ডেড। ইলেকশনে তো কাজ করবই। প্রার্থী হচ্ছি না। আমার আসনে অনেকের নাম শোনা যাচ্ছে, তা তো হবেই। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিন নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, এগুলো ইউজলেস নেইম— ফরাসউদ্দিন, ছহুল (সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হুসাইন)— এগুলো ইউজলেস নেইম।

সর্বশেষ খবর