বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

ডেঙ্গুতে মারা গেল আরও এক শিশু

চলতি বছর ১৫ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ১৫ জন। আর আক্রান্ত হয়ে ৫ হাজার ২৬৫ জন রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সৈমী নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। সকাল ৯টায় হাসপাতালটির আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এক সপ্তাহ আগে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। একমাত্র সন্তানকে হারিয়ে পিতা আহমেদ সৈকত ও মা গুলশাহানা উর্মি শোকে মুহ্যমান হয়ে পড়েছেন।

 স্বাস্থ্য অধিদফতরের ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার ও কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, গতকাল পর্যন্ত ২১৩ জন রোগী ভর্তি হয়েছেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। এর মধ্যে ১৫ জন মারা গেছে।

সর্বশেষ খবর