বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

চট্টগ্রামে ইউএস বাংলার জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারগামী ইউএস-বাংলার একটি ফ্লাইট সামনের চাকা ছাড়াই গতকাল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। নোজ গিয়ারে ত্রুটির কারণে সামনের চাকা নামানো যায়নি। জানা গেছে, এ অবস্থায় পাইলটের কৌশলী বুদ্ধি ও দক্ষতার কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে পাইলট, ক্রুসহ ১৭১ জন যাত্রী প্রাণে রক্ষা পেয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউএস-বাংলা (বোয়িং ৭৩৭-৮০০) এয়ারলাইনসের উড়োজাহাজটি যান্ত্রিক গোলযোগের কারণে চট্টগ্রামে জরুরি অবতরণ করে। গতকাল বেলা দেড়টার দিকে শাহ আমানতের রানওয়েতে সামনের চাকা ছাড়াই জরুরি অবতরণ করে বলে জানান ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার জি এম কামরুল ইসলাম। তিনি বলেন, ‘ওই ফ্লাইটে ১৬৪ জন যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। যাত্রীর মধ্যে ১১ জন ছিল শিশু। তাদের সবাই সুস্থ ও নিরাপদে আছেন। বিকল্পভাবে তাদের কক্সবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’ কী কারণে উড়োজাহাজটি এ সমস্যায় পড়ল— জানতে চাইলে তিনি বলেন, ‘এয়ারক্রাফটে সমস্যা হচ্ছিল। পরে বিস্তারিত জানানো হবে।’ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সারোয়ার ই জাহান বলেন, ‘বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটির নোজ গিয়ার নামছিল না। এ কারণে কক্সবাজারে নামতে না পেরে চট্টগ্রামে আসে। নোজ গিয়ার না নামিয়েই এখানে নিরাপদে ল্যান্ড করেছে।’ তিনি বলেন, ‘এ বিমানটি নামার সময় রানওয়ের তেমন কোনো ক্ষতি হয়নি। তা ছাড়া বিকাল ৪টা পর্যন্ত কোনো ফ্লাইট ওঠানামার সূচি না থাকায় বিমানবন্দরের কার্যক্রমেও ব্যাঘাত ঘটেনি। বিমানের সব যাত্রীও নিরাপদে আছেন।’ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জসীম উদ্দীন বলেন, ‘বেলা ১টা ১০ মিনিটের দিকে বিমান জরুরি অবতরণ করবে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর ও আগ্রাবাদ ইউনিটের ৬টি গাড়ি শাহ আমানত বিমানবন্দরে পাঠানো হয়।’

জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া ইউএস-বাংলার ফ্লাইট বিএস ১৪১ কক্সবাজারে নামার কথা ছিল বেলা সাড়ে ১২টায়। কিন্তু নোজ হুইল আটকে যাওয়ায় পাইলট কক্সবাজারের আকাশে কয়েকবার চক্কর কেটে সেখানে না নামার সিদ্ধান্ত নেন। পরে উড়োজাহাজটি চট্টগ্রামে চলে আসে এবং বিমানবন্দর কর্তৃপক্ষ জরুরি অবতরণের জন্য সকল প্রকার প্রস্তুতি নেয়।

সর্বশেষ খবর