বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা
জাতিসংঘে ভাষণে ইউনূস

দান করে দরিদ্রদের উপকার হয় না

নিজস্ব প্রতিবেদক

দান করে দরিদ্রদের উপকার হয় না

জাতিসংঘ সদর দফতরে ‘এসডিজি কস্টিং অ্যান্ড ম্যাক্রোইকোন-মিক্স : স্পেন্ডিং নিডস ফর অ্যাচিভিং সিলেকটেড এসডিজিস’ শীর্ষক সভায় মূল বক্তা হিসেবে ভাষণ দিয়েছেন শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বলেন, দান করে দরিদ্রদের কোনো উপকার করা যায় না। অর্থায়ন বড় কথা নয়, আমাদের উচিত উপযুক্ত প্রতিষ্ঠান তৈরি করে দরিদ্র মানুষের টেকসই উন্নয়নে সহায়তা করা। ২৪ সেপ্টেম্বর প্রফেসর ইউনূস এই ভাষণ দেন। গতকাল রাজধানীর ইউনূস সেন্টার এ তথ্য জানায়।

ভাষণে প্রফেসর ইউনূস আরও বলেন, পৃথিবী জুড়ে বৈষম্য প্রতিনিয়ত যেভাবে বেড়ে চলেছে সে বিষয়ে আমরা কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছি না। তিনি দরিদ্র মানুষদের জন্য পৃথক অর্থায়ন ব্যবস্থার সুপারিশ করেন। তিনি বেকার তরুণদের উদ্যোক্তায় রূপান্তরিত করতে সোশ্যাল ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড সৃষ্টিরও আহ্বান জানান। তিনি বলেন, টাকার ব্যবহারটা গুরুত্বপূর্ণ। বৈষম্য কমিয়ে আনা টেকসই উন্নয়নের অন্যতম লক্ষ্য। প্রফেসর ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে অংশগ্রহণ উপলক্ষে সেখানে অবস্থান করছিলেন। সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশান্স নেটওয়ার্কের পরিচালক জেফরি সাচ এর আয়োজনে অনুষ্ঠানটি স্পন্সর করেন জাতিসংঘের উপ-মহাসচিব মিস আমিনা জে. মোহামেদ।

সর্বশেষ খবর