সোমবার, ৮ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
অষ্টম কলাম

সেন্টমার্টিনের দাবি থেকে সরে গেছে মিয়ানমার

নিজস্ব প্রতিবেদক

সেন্টমার্টিন দ্বীপপুঞ্জের একাংশ নিজেদের দাবি করার একদিন পরই অবস্থান বদল করেছে মিয়ানমার। বাংলাদেশের তীব্র প্রতিক্রিয়ার মুখে গতকাল মিয়ানমার সরকার সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে তাদের মানচিত্র থেকে সরিয়ে ফেলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল সংসদ ভবনে পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংসদীয় কমিটিকে জানানো হয়েছে, বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এ বিষয়ে জোর প্রতিবাদ জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তারা তাদের ওয়েবসাইট থেকে সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ থেকে সরিয়ে ফেলেছে। সংসদীয় কমিটির সভাপতি ডা. দীপু মনির সভাপতিত্বে  বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কমিটির সদস্য মুহম্মদ ফারুক খান, সেলিম উদ্দিন ও মাহজাবিন খালেদ অংশ নেন। এ বিষয়ে সংসদীয় কমিটির সদস্য ফারুক খান গণমাধ্যমকে বলেন, ‘মিয়ানমার তাদের ওয়েবসাইটে সেন্টমার্টিনকে নিজেদের ভূখণ্ড দাবি করে যে তথ্য প্রচার করেছিল, আমাদের প্রতিবাদের পর তা এরই মধ্যে সরিয়ে ফেলেছে। অন্য কোথাও এ ধরনের তথ্য আছে কিনা আমরা মন্ত্রণালয়কে তা দেখতে বলেছি।’ এদিকে জাতীয় সংসদ সচিবালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিয়ানমার সরকারের জনসংখ্যাবিষয়ক বিভাগের ওয়েবসাইট তাদের দেশের যে মানচিত্র প্রকাশ করেছে তাতে সেন্টমার্টিন দ্বীপপুঞ্জকে তাদের ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে পত্রিকায় প্রকাশিত সংবাদের বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা করা হয়।

সর্বশেষ খবর