সোমবার, ২২ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এসএ গ্রুপের এমডি সাহাবুদ্দিন রিমান্ডে

বিসিবির নতুন মামলা, ন্যাশনাল ব্যাংকের মামলায় শ্যোন অ্যারেস্ট

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে এসএ গ্রুপের এমডি সাহাবুদ্দিন আলমকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ব্যাংক এশিয়ার দায়ের করা একটি মামলায় চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে ৭ দিনের রিমান্ডের আবেদন করলে আবু সালেহ মোহাম্মদ নোমানের আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।

এদিকে এসএ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান এসএ অয়েল কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে সাড়ে ২২ কোটি টাকা অনাদায়ে নতুন করে মামলা দায়ের করেছে বাংলাদেশ কমার্স ব্যাংক (বিসিবি) আগ্রাবাদ শাখা। ব্যাংকটির কর্মকর্তা মো. শাহনেওয়াজ (ক্রেডিট ইনচার্জ) বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রবিবার দুপুরে চট্টগ্রামের অর্থ ঋণ আদালতের বিচারক সুরাইয়া সাহার আদালতে মামলাটি দায়ের হয়। বিচারক আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেন। ঋণ খেলাপির অভিযোগে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জিয়া হাবীব আহসান বলেন, এসএ অয়েল কোং লি. ক্রুড সয়াবিন অয়েল আমদানির জন্য কমার্স ব্যাংক লি. আগ্রাবাদ শাখা থেকে ঋণ গ্রহণপূর্বক যথাসময়ে ঋণের অর্থ ফেরত না দেওয়ায় প্রতিষ্ঠানটি খেলাপি হয়। এস এ অয়েলের এমডি সাহাবুদ্দিন আলম ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইয়াসমিন আলমকেও মামলায় বিবাদী করা হয়। তিনি জানান, ইতিমধ্যে তাদের বিরুদ্ধে বিসিবিএল আগ্রাবাদ শাখা কর্তৃক ১৫ কোটি ও ৫২ লাখ টাকার ২টি চেক প্রতারণার মামলাও দায়ের করা হয়। এদিকে ন্যাশনাল ব্যাংক আগ্রাবাদ শাখার দায়ের করা একটি মামলায় এসএ গ্রুপের এমডি সাহাবুদ্দিন আলমকে শোন এরেস্ট দেখানো হয়েছে। প্রসঙ্গত, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের হাতে গত ১৭ অক্টোবর ঢাকা থেকে গ্রেফতার হন চট্টগ্রামের ব্যবসায়ী এসএ গ্রুপের এমডি মো. সাহাবুদ্দিন আলম।

সর্বশেষ খবর