শনিবার, ২৭ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

নাগরিক নিরাপত্তা অধিকার ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন নয়

এপিএইচআরের বিবৃতি

কূটনৈতিক প্রতিবেদক

নাগরিক অধিকার ও নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত না করে রোহিঙ্গাদের রাখাইনে ফেরত পাঠানোর উদ্যোগের বিরোধিতা করেছে আসিয়ান পার্লামেন্টারিয়ানস ফর হিউম্যান রাইটস (এপিএইচআর)। এ ছাড়া এমন উদ্যোগে সহযোগিতা না করতে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানকে আহ্বান জানিয়েছে তারা।

এপিএইচআর হলো আসিয়ানভুক্ত দেশগুলোর এমপিদের নিয়ে গঠিত মানবাধিকারবিষয়ক একটি জোট। গতকাল এক বিবৃতিতে জোটের সভাপতি চার্লস সান্টিয়াগো বলেন, রোহিঙ্গারা মিয়ানমারে কয়েক দশক ধরে রাষ্ট্রীয় মদদে বৈষম্য ও সহিংসতার শিকার হচ্ছেন। এটি খুবই স্পষ্ট যে, রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনকভাবে নিজেদের বসতভিটায় ফেরার পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। রাখাইনে রোহিঙ্গাদের স্বেচ্ছায় ফেরার জন্য নিরাপদ ও সুরক্ষিত পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত তাদের কোনোভাবেই ফেরত পাঠানো যাবে না। এখন আসিয়ান দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা প্রত্যাবাসনে মিয়ানমারকে সহায়তা করলে তা হবে অসময়ের কাজ। এপিএইচআরের গণমাধ্যম কর্মকর্তা লিয়ং সু কুইন বলেন, রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা করতে আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীরা আগামী মাসে মিয়ানমার যাবেন— এমন একটি ঘোষণার পরিপ্রেক্ষিতে এপিএইচআর গতকালের বিবৃতি দিয়েছে। জানা গেছে, মিয়ানমার ইতিমধ্যে প্রায় আট হাজার রোহিঙ্গার পরিচয় নিশ্চিত করেছে। তাদের প্রত্যাবাসনসহ পুরো প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে আগামী সোমবার মিয়ানমারের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল চার দিনের সফরে ঢাকায় আসছে। পরদিন মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ ও মিয়ানমারের পররাষ্ট্র সচিবদের নেতৃত্বে প্রত্যাবাসন চুক্তি বাস্তবায়নে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক বসবে। ওই বৈঠকের পর প্রতিনিধিদলটি কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করবে।

সর্বশেষ খবর