মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ঝাঁকে ঝাঁকে ইলিশ কমছে দাম

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঝাঁকে ঝাঁকে ইলিশ কমছে দাম

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবার সরগরম বরিশালের ইলিশের পাইকারি বাজার। গত রবিবার দিবাগত রাত ১২টায় নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হয়। গতকাল প্রথম দিনেই বরিশালের পাইকারি বাজারে এসেছে প্রায় ৪ হাজার মণ ইলিশ। ইলিশের সরবরাহ বেড়ে যাওয়ায় দামও তুলনামূলক কম।

ভোর থেকে জেলা এবং বিভাগের বিভিন্ন স্থান থেকে ছোট ছোট ট্রলারে মাছ আসতে শুরু করে। প্রতিটি ট্রলার ছিল ইলিশে ভরপুর। প্রচুর ইলিশ ধরা পড়ায় আগের চেয়ে দামও তুলনামূলক কমেছে। এদিন বরিশাল মোকামে এক কেজি থেকে তদূর্ধ্ব সাইজের প্রতি মণ ইলিশ ৩৪ থেকে ৩৬ হাজার, ৬০০ থেকে ৯০০  গ্রাম (এলসি) সাইজের প্রতি মণ ২০ থেকে ২১ হাজার, ৪০০ থেকে ৫০০ গ্রাম (ভ্যালকা) সাইজের প্রতি মণ ১৪ থেকে ১৬ হাজার এবং ৩০০ থেকে ৪০০ গ্রাম সাইজের (গোটলা) প্রতি মণ ইলিশ পাইকারি ১২ থেকে ১৪ হাজার টাকায় বিক্রি হয়েছে। আগামী কয়েক দিনে ইলিশের সরবরাহ আরও বাড়তে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, ডিমওয়ালা ইলিশের প্রজনন নিরাপদ করতে গত ৬ অক্টোবর দিবাগত রাত ১২টার পর দেশের সব নদ-নদীতে সব ধরনের মাছ শিকারের ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করে সরকার। নিষেধাজ্ঞাকালীন নদ-নদীতে মাছ শিকার রোধে মৎস্য বিভাগ এবং প্রশাসনের যৌথ উদ্যোগে ৯৬১টি ভ্রাম্যমাণ আদালত এবং ১৮৫২টি অভিযান পরিচালত হয়। এ সময় ৮৯০টি মামলার বিপরীতে ৯৩১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। আদায় করা হয় ১৭ লক্ষাধিক টাকা জরিমানা। জব্দ করা হয় প্রায় ৮ টন ইলিশ। এবার বরিশালে প্রায় ৫০ ভাগ মা ইলিশ ডিম ছাড়তে পেড়েছে বলে জানিয়েছেন মৎস্য অধিদফতরের কর্মকর্তারা।

সর্বশেষ খবর