সোমবার, ১২ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
কৃষি

আম হবে বছরজুড়ে

শেকৃবি সংবাদদাতা

আম হবে বছরজুড়ে

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উদ্যানতত্ত্ব বিভাগের এমএস শিক্ষার্থী মারজিনা আক্তার রিমার গবেষণার অংশ হিসেবে দেশে এই প্রথম সেই পদ্ধতি উদ্ভাবিত হলো যার মাধ্যমে বছরজুড়ে আম পাওয়া যাবে ইচ্ছামতো সময়ে। শেকৃবি উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. আ ফ ম জামাল উদ্দীনের তত্ত্বাবধানে এম এস করছেন রিমা। ‘সাধারণত এপ্রিল-জুলাই মাসে দেশে আম পাওয়া যায়। এ ছাড়া বাকি সময় কিছু বারোমাসি জাতের আম পাওয়া গেলেও সেগুলো মূল ঋতুর আমের মতো উৎপাদন ও পুষ্টিগুণ মাত্রায় আশানুরূপ নয়। তাছাড়া এই বারোমাসি আমগুলো আমরা শুধু নির্দিষ্ট সময়েই পেয়ে থাকি। কিন্তু সম্প্রতি শেকৃবিতে উদ্ভাবিত এ পদ্ধতিতে শুধু বারো মাসই নয় বরং যে যার ইচ্ছানুযায়ী বছরের যে কোনো সময়েই আম উৎপাদন করতে পারবে।’ এমনটাই জানালেন ড. জামাল ও এমএস ফেলো রিমা। কৃষি গবেষক ড. জামাল বলেন, ‘সমপ্রতি বিশ্ববিদ্যালয়ের ছাদ বাগানে অক্সিন, সাইটোকিনিন ছাড়াও অন্যান্য হরমোনাল দ্রব্যাদি প্রয়োজনীয় অনুপাতে মিশিয়ে ২৪টি থাই ‘নামডকমাই’ আম গাছে প্রয়োগ করে গাছের অভ্যন্তরীণ পরিবর্তন ঘটিয়ে পর্যায়ক্রমে মুকুল ও আম উৎপাদন করা হয়েছে এবং এ পদ্ধতি দেশের অন্যান্য যে কোনো জাতের আমগাছেই প্রয়োগ করা যাবে।

এ ক্ষেত্রে আম প্রাপ্তির প্রত্যাশিত সময়ের ৩ মাস আগে থেকেই এ পদ্ধতি প্রয়োগ করা হয়।’  সরেজমিন দেখা যায়, গাছগুলোর কোনোটিতে বড় আম, কোনোটিতে মাঝারি আকারের আবার কোনোটিতে মুকুল এসেছে কেবল। এ ক্ষেত্রে গাছগুলোকে বাধ্য করেই ফুল ফুটানো হয় বলে জানান সংশ্লিষ্ট এই গবেষক। আগামী বছর নাগাদ উদ্ভাবিত এ পদ্ধতি কৃষক পর্যায়ে ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং ইতিমধ্যে কাশিমপুরের বিএডিসি খামারে বৃহৎ পরিসরে সংশ্লিষ্ট গবেষণা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান ড. জামাল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর