শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সন্ত্রাসমুক্ত ভোটকেন্দ্র চাই : ইব্রাহিম খালেদ

সন্ত্রাসমুক্ত ভোটকেন্দ্র চাই : ইব্রাহিম খালেদ

বিশিষ্ট অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ বলেন, দেশের সাধারণ নাগরিক হিসেবে আমরা নিরাপদে ভোট দিতে চাই। ভোট কেন্দ্রে যেন কোনো রকম সন্ত্রাসের সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে। সন্ত্রাসমুক্ত ভোট কেন্দ্র স্বাধীন মতামত প্রদানকে উদ্বুদ্ধ করে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।  তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর  নির্ভর করে ভোটার পরিস্থিতি। ভোটারদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই ভোট প্রদান করতে আসার। ভোটারদের উপস্থিতি বেশি থাকলে এসব আগুন-সন্ত্রাসীরা অপকর্ম করার সাহস পাবে না। ভোটারদের সংখ্যা বেশি হলে ভোট সুষ্ঠু হয়। শুধু তাই নয়, এ ক্ষেত্রে নির্বাচন সর্বাধিক গ্রহণযোগ্য এবং সবার জন্য মঙ্গলকর হয়।

সর্বশেষ খবর