শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

জামালপুর-১ আসন নিয়ে চলছে জটিল হিসাব-নিকাশ

জামালপুর প্রতিনিধি

আসন্ন সংসদ নির্বাচনে জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী নিয়ে চলছে জটিল হিসাব নিকাশ। জোট-ঐক্যজোটের মনোনয়ন পাচ্ছেন কারা এ নিয়ে নেতা-কর্মীদের মধ্যে চলছে চুলচেরা বিশ্লেষণ। মনোনয়নদানে হিসাবে একটু ভুল হলেই এই আসনটি হারানোর শঙ্কায় ভুগছেন স্থানীয় আ.লীগ নেতা-কর্মীরা।

এই আসনটিতে এবার মহাজোটের মনোনয়নপ্রত্যাশীরা হলেন বর্তমান এমপি আবুল কালাম আজাদ, বকশীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি নূর মোহাম্মদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার। অন্যদিকে ঐক্যজোটের প্রার্থী হলেন সাবেক এমপি বিএনপি নেতা এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপি নেত্রী সাহিদা আক্তার রিতা ও সাবেক আইজিপি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম। স্থানীয় নেতা-কর্মী এবং ভোটাররা বলছেন, এই আসনের মনোনয়নের দাবিদার বর্তমান এমপি আবুল কালাম আজাদের জনপ্রিয়তা নেমে এসেছে একেবারে তলানিতে। নানা কারণেই দল ও কর্মীবিচ্ছিন্ন তিনি। একই সঙ্গে দুই মেয়াদের এমপি এবং এক মেয়াদে মন্ত্রী থাকার পরও এলাকায় কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় তার প্রতি ভোটারদের রয়েছে তীব্র ক্ষোভ। আবুল কালাম আজাদকে নৌকা দেওয়া হলে এই আসনে মহাজোটের ভরাডুবি নিশ্চিত হবে— এমনটাই ভাবছেন স্থানীয় পর্যবেক্ষকরা। এমনকি আ.লীগের সমর্থকরাও মুখ ফিরিয়ে নিতে পারে নৌকার দিক থেকে। এই আসনে জোটের প্রার্থী হওয়ার আরেক দাবিদার জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এম এ সাত্তার। এখানে জাতীয় পার্টি সাংগঠনিকভাবে অত্যন্ত দুর্বল। তাকে মনোনয়ন দেওয়া হলে আ.লীগ কর্মীদের কোনোভাবেই মাঠে নামানো যাবে না— এমনটাই বলছেন স্থানীয় আ.লীগ নেতা-কর্মীরা।  এই আসনে ঐক্যজোটের মনোনয়ন পাওয়ার সম্ভাবনায় থাকা বিএনপির এম রশিদু্জ্জামান মিল্লাত ৪ দলীয় জোট আমলে এমপি থাকার সময় ব্যাপক উন্নয়ন করেছেন। সাহিদা আক্তার রিতা ২০০৮ সালের নির্বাচনে দুঃসময়ে এই আসনে প্রার্থী হিসেবে সারা দেশে  বিএনপির প্রার্থীদের মধ্যে ভোট প্রাপ্তির দিক থেকে দ্বিতীয় হয়েছেন, জনপ্রিয়তা রয়েছে আবদুল কাইয়ুমেরও। এই ৩ জনের যে কেউ ঐক্যজোটের মনোনয়ন পেলে মহাজোটের প্রার্থী হিসেবে আবুল কালাম আজাদ ও এম এ সাত্তার কেউই শক্ত প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এ ক্ষেত্রে সাধারণ মানুষের কাছে একমাত্র ভরসা নূর মোহাম্মদ। সব মহলে জনপ্রিয় নেতা নূর মোহাম্মদকে মনোনয়ন দেওয়া হলে নৌকার বিজয় ঠেকানোর সাধ্য কারও হবে না— এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা। এই আসনে মনোনয়ন দেওয়ার ব্যাপারে বিচক্ষণতার পরিচয় দিয়ে এলাকায় গ্রহণযোগ্য এবং জনপ্রিয় একজন প্রার্থীকে মনোনয়ন দিবেন মহাজোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনটাই আশা করছেন দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জে আ.লীগ নেতা-কর্মী এবং সাধারণ ভোটাররা।

সর্বশেষ খবর