শিরোনাম
শুক্রবার, ২৩ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপিত

নিজস্ব প্রতিবেদক

ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে জশনে জুলুস, শান্তি সমাবেশ, মিলাদ, দোয়া মাহফিলসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার দেশব্যাপী উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। এ উপলক্ষে মুসলিম উম্মাহর শান্তি ও নির্যাতিত মুসলমানদের মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বিশ্ববাসীকে আল্লাহর একাত্মবাদ বা তাওহিদের দাওয়াত দিতে ৫৭০ খ্রিস্টাব্দের ১২ রবিউল আউয়াল সোমবার মক্কা নগরীতে আবির্ভূত হয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর বয়সে একই দিনে প্রিয় নবী ইহলোক ত্যাগ করেন। ঈদে মিলাদুন্নবীতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক কলমাখচিত পতাকা দিয়ে সাজানো হয়। ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরে গতকাল পক্ষকালব্যাপী ওয়াজ মাহফিল, সেমিনার, রসুল (সা.)-এর শানে স্বরচিত কবিতা পাঠ, ইসলামিক ক্যালিগ্রাফি ও গ্রন্থ প্রদর্শনী, কিরাত, হামদ-নাত ও রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে। এ ছাড়া বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা। পবিত্র মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাব বুধবার নিজস্ব মিলনায়তনে বাদ আসর আলোচানা সভা, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করে। রেজভিয়া দরবারও ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশনে জুলুস বা আনন্দ শোভাযাত্রায় নেমেছিল লাখো নবীপ্রেমী মানুষের ঢল। এদিন আনজুমানে রহমানিয়ার মইনিয়া মাইজভাণ্ডারিয়া রাজধানীতে জশনে জুলুস শান্তি সমাবেশের আয়োজন করে। রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে ময়দান থেকে জশনে জুলুস বা ধর্মীয় আনন্দ মিছিল বের করে আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশন। কমলাপুর রেলস্টেশন কেন্দ্রীয় জামে মসজিদে মাহফিল শেষে বাংলাদেশ আনজুমানে আশেকানে মোস্তফা (সা.) জশনে জুলুস বের করে। এ ছাড়া হজরত শাহ খাজা শরফুদ্দিন চিশতি (রহ.)-এর দরবার বা সুপ্রিম কোর্ট মাজার জামে মসজিদ এ উপলক্ষে কোরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ ও দোয়া মাহফিলের আয়োজন করে।

সর্বশেষ খবর