রবিবার, ২৫ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ১০ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও দলের ইশতেহার প্রণয়ন কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক বলেছেন, প্রতীক বরাদ্দের পর দিন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতির সামনে ইশতেহার তুলে ধরবেন। প্রতীক বরাদ্দ হবে ১০ ডিসেম্বর। ১১ ডিসেম্বর ঘোষণা করা হচ্ছে ক্ষমতাসীন দলের নির্বাচনী ইশতেহার। গতকাল বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

আবদুর রাজ্জাক বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারের মূল লক্ষ্য হবে উন্নয়নের মহাসড়কের গতিকে আরও বেগবান করা, ত্বরান্বিত করা। অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭.৮ থেকে আরও বাড়ানো। আমরা দারিদ্র্য বিমোচন করেছি, এই ধারা অব্যাহত রাখতে চাই। তিনি আরও বলেন, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য খাতকে আরও এগিয়ে নেওয়ার ভাবনাগুলো আসবে ইশতেহারে। আগামীতে আমাদের চ্যালেঞ্জ হবে পুষ্টিসমৃদ্ধ নিরাপদ খাদ্য নিশ্চিত করা। দুর্নীতি প্রতিরোধে কী কৌশল হবে সেটা আমরা বলার চেষ্টা করব। আগামী দিনের তরুণ সমাজ নিয়ে আমরা কী ভাবছি— তরুণ সমাজকে উন্নয়নের সঙ্গে, দেশ পরিচালনার সঙ্গে কীভাবে সম্পৃক্ত করা যায় তা জনগণের সামনে তুলে ধরা হবে। কৃষিক্ষেত্রে এবং শিল্পায়নের উন্নয়ন কীভাবে আমরা করব, তার বিস্তারিত তুলে ধরা হবে। সামষ্টিক অর্থনীতি, মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থা, বীমা নিয়ে আমাদের যে চিন্তাভাবনা আছে— সেটাও জনগণের সামনে তুলে ধরা হবে। আমাদের লক্ষ্য নির্বাচনের আগে ইশতেহার জনগণের সামনে যাওয়া। হক, ভাসানী, সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নৌকা নিয়ে আমরা জনগণের সামনে যাব। এ সময় ইশতেহার প্রণয়ন কমিটির প্রায় অধিকাংশ সদস্যই উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর