শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা জরুরি

—আয়েশা খানম

নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা জরুরি

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনগুলোতে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করতে হবে। এর আগে মহাজোটের ইশতেহারে এই বিষয়টি থাকলেও তা বাস্তবায়ন হয়নি। জনগণের প্রতিনিধিদের জনগণের মাধ্যমে নির্বাচিত হয়ে আসা উচিত বলে মন্তব্য করেন তিনি। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে নারীর প্রতি সহিষ্ণুতা বাড়াতে হবে। নারীপক্ষের মতো অনুষ্ঠানে এ বিষয়টি আরও পরিষ্কার হয়। এসব দিবসে রাজনৈতিক দলগুলোর কোনো আয়োজন বা উদ্যোগ থাকে না। এটা যেন শুধু সামাজিক সংগঠন, কিছু এনজিও আর আন্তর্জাতিক সংস্থার দায়িত্ব। নারীদের প্রতি এই অবহেলার দৃষ্টি পাল্টাতে হবে। আয়েশা খানম বলেন, রাস্তাঘাটে, অফিসে, বাসে নারীরা অনেক সময় হয়রানি এবং সহিংসতার শিকার হচ্ছে। এ বিষয়ে আদালতের বেশ কিছু রায় রয়েছে। এগুলোকে আইনে পরিণত করার দাবি জানান তিনি।

সর্বশেষ খবর