শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা
ভোটের হাওয়া সারাদেশে

৩০০ আসনে প্রার্থী চরমোনাই পীরের

শফিকুল ইসলাম সোহাগ

৩০০ আসনে প্রার্থী চরমোনাই পীরের

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দিয়ে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করছে। ক্ষমতার স্বাদ নিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও রাজপথের বিরোধী দল বিএনপির সঙ্গে যখন জোট করার জন্য অনেকে একাট্টা তখন মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এককভাবে ৩০০ আসনের প্রার্থী দিয়ে চমকের অপেক্ষায়। নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের নিবন্ধন নম্বর ৩৪। দলীয় প্রতীক হাতপাখা। ১৯৮৭ সালে চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মাদ ফজলুল করীম দলটি প্রতিষ্ঠা করেন। জোটবদ্ধ রাজনীতির এই সময়ে দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনীতির মাঠে নিজেদের অবস্থান জানান দিচ্ছে অনেকটা নীরবে। ২০১৪ সালের সংসদ নির্বাচনে দলটি অংশ নেয়নি। তবে পরে সিটি করপোরেশন ও স্থানীয় সরকারের অন্যান্য নির্বাচনে অংশ নিয়ে ভোটের হিসাবে চমক সৃষ্টি করেছে। গাজীপুর সিটি করপোরেশন, খুলনা সিটি করপোরেশন, ঢাকার দুই সিটির নির্বাচন থেকে শুরু করে নারায়ণগঞ্জ ও রংপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির পরে তৃতীয় অবস্থানে ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ঢাকা বিভাগে সংসদের আসন সংখ্যা ৯৪টি। প্রার্থীরা হচ্ছেন- ঢাকা-১ কামাল  হোসেন, ঢাকা-২ জহিরুল ইসলাম, ঢাকা-৩ সুলতান আহম্মেদ খান, ঢাকা-৪ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, ঢাকা-৫ আলতাফ হোসেন, ঢাকা-৬ মনোয়ার খাঁন, ঢাকা-৭ আবদুর রহমান, ঢাকা-৮ আবুল কাসেম, ঢাকা-৯ অ্যাডভোকেট মানিক, ঢাকা-১০ আবদুল আউয়াল, ঢাকা-১১ আমিনুল ইসলাম, ঢাকা-১২ শওকাত আলী, ঢাকা-১৩ মুরাদ হোসেন, ঢাকা-১৪ আবু ইউসুফ, ঢাকা-১৫ মুফতি হেমায়েতউল্লাহ, ঢাকা-১৬ ছিদ্দিকুর রহমান, ঢাকা-১৭ আমিনুল হক তালুকদার, ঢাকা-১৮ আনোয়ার হোসেন, ঢাকা-১৯ ফারুক খান, ঢাকা-২০ আবদুল মান্নান। টাঙ্গাইল-১ আশরাফ আলী, টাঙ্গাইল-২ এসএম শামসুর রহমান, টাঙ্গাইল-৩ রেজাউল করিম, টাঙ্গাইল-৪ আমিনুল ইসলাম, টাঙ্গাইল-৫ খন্দকার ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৬ আঁখিনুর মিয়া, টাঙ্গাইল-৭ রমজান আলী, টাঙ্গাইল-৮ আবদুল লতিফ, জামালপুর-১ আবদুল মজিদ, জামালপুর-২ আবদুল ওয়াহাব, জামালপুর-৩ বোরহান উদ্দিন, জামালপুর-৪ আলী আকবর সিদ্দিকী, জামালপুর-৫ সৈয়দ ইউনুছ আহাম্মদ। শেরপুর-১ মতিউর রহমান, শেরপুর-২ নূরুল ইসলাম,  শেরপুর-৩ আবদুস সাত্তার, ময়মনসিংহ-১ হুমায়ুন মো. আবদুল্লাহ আল হাদী, ময়মনসিংহ-২ গোলাম মওলা ভুঁইয়া, ময়মনসিংহ-৩ আইয়ুব আলী নুরানী, ময়মনসিংহ-৪ নাছির উদ্দিন, ময়মনসিংহ-৫ মো. সুরুজ্জামান, ময়মনসিংহ-৬ নূরুল আলম সিদ্দিকী, ময়মনসিংহ-৭ আজিজুল হক, ময়মনসিংহ-৮ আনাস জাওহারী, ময়মনসিংহ-৯ সাইদুর রহমান, ময়মনসিংহ-১০ মো. জয়নুল আবেদীন, ময়মনসিংহ-১১ আমান উল্লাহ সরকার, নেত্রকোনা-১ মামুনুর রশিদ রব্বানী, নেত্রকোনা-২ খোরশেদ আলী,  নেত্রকোনা-৩ জাকির হোসেন, নেত্রকোনা-৪ আনোয়ার হুসাইন খান সোহেল, নেত্রকোনা-৫ শামিম হোসেন। কিশোরগঞ্জ-১ মহিউদ্দিন আজমী, কিশোরগঞ্জ-২ সালাহ উদ্দিন রুবেল, কিশোরগঞ্জ-৩ আলমগীর হোসাইন, কিশোরগঞ্জ-৪ মাওলানা আহসান উল্লাহ, কিশোরগঞ্জ-৫ মুহাম্মদ ইব্রাহীম, কিশোরগঞ্জ-৬ মুসা খান, মানিকগঞ্জ-১ খোরশেদ আলম, মানিকগঞ্জ-২  মোহাম্মদ আলী, মানিকগঞ্জ-৩ মাহমুদুল মোস্তফা, মুন্সীগঞ্জ-১ কেএম আতিকুর রহমান, মুন্সীগঞ্জ-২ মুনসুর আহমাদ মুসা, মুন্সীগঞ্জ-৩ রুহুল আমীন ভূঁইয়া। গাজীপুর-১  মুফতি আবুল বাশার, গাজীপুর-২ মো. হারুন অর রশিদ, গাজীপুর-৩ মাওলানা রহমতুল্লাহ, গাজীপুর-৪ নুরুল ইসলাম সরকার, গাজীপুর-৫ গাজী আতাউর রহমান, নরসিংদী-১ আশরাফ হোসেন ভূঞা, নরসিংদী-২ আরিফুল ইসলাম, নরসিংদী-৩ ওয়ায়েজ হোসেন ভুঁইয়া, নরসিংদী-৪ মজিবুর রহমান, নরসিংদী-৫ গোলাম সারওয়ার ফরিদী, নারায়ণগঞ্জ-১ মুফতি ইমদাদুল হক কাসেমী, নারায়ণগঞ্জ-২ নাছির উদ্দিন, নারায়ণগঞ্জ-৩ ছানাউল্লাহ নূরী, নারায়ণগঞ্জ-৪ শফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ-৫ আবুল কালাম মুন্সী।

সর্বশেষ খবর