শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

খালেদাসহ ৩৮ জনের অভিযোগ গঠন শুনানি ৩০ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা নাশকতার মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩০ জানুয়ারি ধার্য করেছে আদালত। গতকাল ঢাকার অস্থায়ী বিশেষ ট্রাইব্যুনাল-৬-এর বিচারক এস মোহাম্মদ আলী এ আদেশ দেন। গতকাল মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু মামলাটি উচ্চ আদালতে স্থগিত থাকায় অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীতে একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ১ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় নূর আলম (৬০) নামে এক যাত্রী মারা যান। ২৪ জানুয়ারি এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় পুলিশ মামলা করে। ৬ মে পুলিশ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বিশেষ ক্ষমতা আইনে বিএনপি চেয়ারপারসনসহ ৩৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার আসামিদের মধ্যে রয়েছেন— বিএনপি নেতা রুহুল কবির রিজভী, হাবিব-উন-নবী খান সোহেল, আমান উল্লাহ আমান, বরকত উল্লা বুলু প্রমুখ।

সর্বশেষ খবর