শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

বিচ্ছিন্ন ঝাড়ুমিছিল ক্ষোভ গাড়িবহরে হামলা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার বাইরের বিভিন্ন জেলায় নির্বাচন সামনে রেখে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। হয়েছে গাড়িবহরে হামলা, ভাঙচুর ও ঝাড়ুমিছিল। গতকাল ও বুধবার রাতে ভোলা, রংপুর, রাজশাহীতে এসব ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন।

লালমোহনে গাড়িবহরে হামলা : ভোলার লালমোহন উপজেলার ডাওরী বাজারে বিএনপির গাড়িবহরে হামলা হয়েছে। ভাঙচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস। এতে বিএনপির অন্তত ১৫ নেতা-কর্মী আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। অন্যদিকে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিএনপির নেতা-কর্মীরা যুবলীগের একটি অফিসে ভাঙচুর চালিয়েছেন। এতে পাঁচ যুবলীগ কর্মী আহত হয়েছেন। জানা যায়, ভোলা-৪ আসনে বিএনপি মনোনীত নুরুল ইসলাম নয়নের পক্ষে নির্বাচনী কাজে চরফ্যাশন উপজেলায় যাওয়ার পথে চারটি মাইক্রোবাসে থাকা প্রায় ৪০ জন নেতা-কর্মীর ওপর হামলা হয়। রংপুরে হামলা, ঝাড়ুমিছিল : রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়ে ফেরার সময় জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর পক্ষের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ করেছেন জাপার বিক্ষুব্ধ নেতা-কর্মীরা। লাঞ্ছিত করা হয়েছে জিয়াউদ্দিন বাবলুর ব্যক্তিগত সহকারী রাজু ও তার সঙ্গে আসা লোকজনকে।  রাজশাহী জাপায় গণপদত্যাগের হুমকি : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) থেকে জাতীয় পার্টির নেতা শাহাবুদ্দিন বাচ্চুকে মহাজোটে না রাখলে একযোগে ২৫ হাজার নেতা-কর্মী পদত্যাগ করবেন বলে হুমকি দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর