শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ১৪ জনের

প্রতিদিন ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল ১৪ জনের প্রাণহানি ঘটেছে। দুর্ঘটনাগুলো ঘটেছে সিরাজগঞ্জ, বাগেরহাট, পাবনা, ফরিদপুর ও মুন্সীগঞ্জে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর—

সিরাজগঞ্জ : মাত্র দশ ঘণ্টার ব্যবধানে সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জন মারা গেছেন। গতকাল গভীর রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক ও দুপুরে একই মহাসড়কের কড্ডার মোড় এলাকায় দুটি বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা ও দুই মেয়েসহ পাঁচ নারী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২২ জন। নিহতরা হলেন— যশোর জেলার কোতোয়ালি থানার তেঁতুলিয়া গ্রামের আরিফ হোসেন (২২), বগুড়ার শিবগঞ্জ থানার পূর্ব জাহাঙ্গীরাবাদ এলাকার মোর্শেদুল ইসলাম (২৮), সিরাজগঞ্জ সদর উপজেলার রেহানা খাতুন (৪০),  দুই মেয়ে রোমানা খাতুন (১৬) ও রিদি খাতুন (১২), ঝারিলা গ্রামের আয়েশা খাতুন (৩০) এবং ছাতিয়ানতলী গ্রামের শিরিয়া খাতুন (৫৫)। বাগেরহাট : মোল্লাহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুই স্কুলশিক্ষক নিহত হয়েছেন। গতকাল রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগের দিন বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে বাগেরহাট-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার জয়ডিহি কাহালপুর বিদ্যুৎ কেন্দ্রের সামনে তারা দুর্ঘটনার শিকার হন। নিহতরা হলেন মোল্লাহাট উপজেলার সরোসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলাম দুলাল (৪৫) এবং একই উপজেলার সরোসপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাহারুল আলম মোল্লা (৪৩)। তাদের বাড়ি সরোসপুর গ্রামে। পাবনা : হেমায়েতপুরে বালু বহনকারী ট্রলির চাকায় পিষ্ট হয়ে অন্তঃসত্ত্বা মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালক মেয়ের বাবা আহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরবাঙ্গাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুজন হলেন— মা রিনা খাতুন রিনি (৩৫) ও মেয়ে বর্ষা (৮)। ফরিদপুর : ফরিদপুরে বাসের নিচে পিষ্ট হয়ে এক ধান কাটা শ্রমিক নিহত হয়েছেন। গতকাল দুপুর ২টার দিকে ফরিদপুর সদরের মাচ্চর ইউনিয়নের ধুলদী বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিকের নাম আশরাফুল আলম (৫৪)। তিনি চাঁপাইনবাববগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ঘোলাবাড়ি চাঁদপুর গ্রামের। মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লরির চাপায় আবদুর রাজ্জাক নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের উজানভাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির মেয়ে লাকি আক্তার (৩০) আহত হন। চট্টগ্রাম : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের ফকিরহাট এলাকার কালুশাহ ব্রিজ থেকে নামার সময় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি দোকানে ঢুকে পড়লে অজ্ঞাত এক নারী নিহত ও তিনজন আহত হয়েছেন।

সর্বশেষ খবর