বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

নির্বাচনী মাঠে ১৭৮ বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক

অতীতের যে কোনো সময়ের চেয়ে এবার নির্বাচনী পরিবেশ অনেক ভালো বলে দাবি করেছে ইলেকশন মনিটরিং ফোরাম। একই সঙ্গে তারা জানায়, ফোরামের ১০ জনসহ ১৬টি দেশের ১৭৮ বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন। এর মধ্যে রয়েছেন কানাডা, মালয়েশিয়া, ভারত, শ্রীলঙ্কা ও নেপালের প্রতিনিধি।

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে গতকাল এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি নির্বাচন পর্যবেক্ষক সংগঠন ও ২৬টি এনজিওর সমন্বয়ে গঠিত ইলেকশন মনিটরিং ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবেদ আলী। স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবক’-এর প্রতিষ্ঠাতা সভাপতি খান মো. বাবুল, হাই লাইট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. সাহিদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে আয়োজকদের কাছে বিভিন্ন জায়গায় বিএনপি ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের ওপর হামলার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে কোনো উত্তর দেননি তারা। তবে বাঙালি জাতির জন্য একাদশ সংসদ নির্বাচন একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, একাদশ সংসদ নির্বাচনকে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ১৬টি দেশের ১৭৮ বিদেশি পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণ করার অনুমোদন দিয়েছে।

সর্বশেষ খবর