বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

টাকাসহ গ্রেফতার তিনজন রিমান্ডে

আদালত প্রতিবেদক

রাজধানীর মতিঝিল এলাকা থেকে ভোট কেনার জন্য আট কোটি টাকাসহ গ্রেফতার হয়েছেন তিনজন। পরে তাদের পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মাসুদ উর রহমান রিমান্ডের এ আদেশ দেন। আসামিরা হলেন- ইউনাইটেড করপোরেশনের এমডি আলী হায়দার, গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জিএম (অ্যাডমিন) জয়নাল আবেদিন ও অফিস সহকারী আলমগীর হোসেন। রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ আদালতকে বলেছে, আসামিদের কাছ থেকে উদ্ধার করা টাকাগুলো একটি রাজনৈতিক দলের পক্ষে ভোট কেনার জন্য দুবাই থেকে বাংলাদেশে পাঠানো হয় বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা জানিয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে জাতীয় সংসদ নির্বাচনের শরীয়তপুর-৩ আসনের বিএনপি প্রার্থী নুরু উদ্দিন অপুর কাছে টাকা পাঠানোর কাগজপত্র যাচাই করে দেখা গেছে, তাকে ৩ কোটি ৬০ লাখ টাকা পাঠানো হয়েছে। তাই এ ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে- তাদের নাম-ঠিকানা সংগ্রহ করতে এই আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার মানিলন্ডারিং ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তিন আসামিকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। এ সময় আসামিদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ দিন করে রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার রাজধানীর মতিঝিলের সিটি সেন্টার থেকে আসামিদের গ্রেফতার করে  র‌্যাব। উদ্ধার করা হয় প্রায় সাড়ে ৮ কোটি টাকা ও ১০ কোটি টাকার চেক।

সর্বশেষ খবর