সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯ ০০:০০ টা

তুরাগে ৭ তলা ভবনসহ ২৯ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

তুরাগ নদ ভরাট করে অবৈধভাবে গড়ে তোলা সাততলা ভবন বুলডোজার দিয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইড- ব্লিউটিএ)। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করার অভিযানে গতকাল দুটি বহুতল ভবনসহ ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রতিষ্ঠানটি। অবমুক্ত করা হয় এক একর তীরভূমি। বিআইডব্লিউটিএর যুগ্ম-পরিচালক এ কে এম আরিফ উদ্দিন এ তথ্য জানিয়েছেন। গতকাল তৃতীয় পর্বের চতুর্থ পর্যায়ের প্রথম দিনের (৩৪তম কার্যদিবস) অভিযানে গাজীপুরের টঙ্গী নদী বন্দর টার্মিনাল থেকে মাউসাইদ মৌজার রশিদ অটো ব্রিকস পর্যন্ত তুরাগ নদের উভয় তীরে উচ্ছেদ অভিযান চালায় বিআইডব্লিউটিএ। বুলডোজার, স্কেভেটর দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় নদের জায়গা ভরাট করে গড়ে তোলা বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, প্রাচীর। এ দিনের অভিযানে একটি সাততলা, একটি পাঁচতলা, একটি দোতলা, সাতটি একতলা, ১০টি আধা পাকা, পাঁচটি টিনশেড, চারটি বাউন্ডারি ওয়ালসহ ২৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আজ সকাল ৯টা থেকে মাউসাইদ মৌজার রশিদ অটো ব্রিকসের পর থেকে তুরাগ নদের উভয় পাড়ে উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানান এ কে এম আরিফ উদ্দিন।

সর্বশেষ খবর