শনিবার, ২৯ জুন, ২০১৯ ০০:০০ টা
বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি

চামড়া শিল্পের প্রদর্শনী নিয়ে আগ্রহী ক্রেতা

নিজস্ব প্রতিবেদক

চামড়া শিল্পের প্রদর্শনী নিয়ে আগ্রহী ক্রেতা

দেশের সম্ভাবনাময় খাত চামড়াশিল্পের উন্নয়নের লক্ষ্যে ঢাকায় শুরু হয়েছে তিন দিনের লেদার ফুটওয়্যার, প্রিন্ট টেক ও গার্টেক্স প্রদর্শনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় পঞ্চমবারের মতো শুরু হওয়া এ প্রদর্শনীতে ১৩টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। প্রদর্শনীজুড়ে বিভিন্ন স্টলে লেদারের তৈরি বিভিন্ন ব্যাগ, জ্যাকেট, বেল্ট, গ্লভস, জুতা ইত্যাদি পণ্যসামগ্রী প্রদর্শিত হচ্ছে। এ ছাড়া লেদার ও ট্যানারি শিল্পের বিভিন্ন প্রযুক্তি ও যন্ত্রপাতির প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়েছে। লিমরা ট্রেড ফেয়ারস অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে এ প্রদর্শনীর আয়োজন করেছে। গতকাল বিকালে প্রদর্শনীতে সরেজমিন ঘুরে দেখা যায়, ছুটির দিনে আগ্রহী ক্রেতা ও লেদারশিল্পের সঙ্গে জড়িত ব্যবসায়ীরা প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখছেন। বিদেশি বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে স্থানীয় ব্যবসায়ীরা আগ্রহসহকারে জানতে চাইছেন। অনেক ক্রেতা লেদার পণ্য কিনছিলেন। সুপারহিট নামক এক দেশীয় স্টলে লেদারের জ্যাকেট, জুতা ও ব্যাগ বিক্রি হচ্ছিল। ক্রেতাদের অনেকেই সেখানে ভিড় করেন। বেসরকারি ব্যাংক কর্মকর্তা সুজন আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘এখানে লেদারের যে জ্যাকেটগুলো প্রদর্শিত হচ্ছে তা মানে ভালো। দামও অতিরিক্ত নয়। তাই নিজের জন্য একটি জ্যাকেট কিনেছি।’ প্রদর্শনীতে দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে অংশ নিয়েছে ফরচুনা বাংলাদেশ। ফরচুনার ডেপুটি জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স) মামুন মিয়া বলেন, ‘দেশীয় ক্রেতারা আমাদের পণ্য সম্পর্কে জানলেও এ প্রদর্শনীতে অংশ নেওয়া বিদেশি ব্যবসায়ীদের কাছে আমাদের পণ্য পরিচিতি তুলে ধরতেই আমরা এখানে অংশ নিয়েছি।’ ফরচুনার স্টলেও অন্যান্য স্টলের মতো জুতা, ব্যাগ প্রদর্শিত হচ্ছে। এ প্রদর্শনীতে অংশ নেওয়া দেশীয় প্রতিষ্ঠানের মধ্যে অনেকটিই হংকং, চীন, জাপান, ইংল্যান্ড, স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে নিজেদের তৈরি পণ্য রপ্তানি করছে। এর মধ্যে আছে দি কুমিল্লা ট্যানারি লি.। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব-উর-রাহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমরা চীন ও ইউরোপের বিভিন্ন দেশে নিজেদের পণ্য সরবরাহ করছি। দীর্ঘ ৩০ বছর ধরে ওয়ালেট, পার্স, হ্যান্ডব্যাগ, বেল্ট, চাবির রিং ও হাতের গ্লভস ইত্যাদি পণ্য তৈরি করে আসছি। বিদেশি ক্রেতারা আমাদের তৈরি পণ্যে বেশ খুশি।’ এ ছাড়া বিদেশে পণ্য রপ্তানি করে এমন আরেকটি প্রতিষ্ঠান গ্রীন বাংলা লেদার প্রডাক্টস। মেয়েদের লেদারের ব্যাগ ছাড়াও ছেলেদের বেল্ট, কার্ড হোল্ডার, জুয়েলারি পার্স ইত্যাদি পণ্য তারা প্রদর্শন করছে। আয়োজক কর্তৃপক্ষ জানান, এ ধরনের আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশে তৈরি পণ্যের বিশ্ববাজারে পরিচিতি তুলে ধরা সহজ হবে। আজ মেলার শেষ দিন। আয়োজকরা শেষ দিনে কাক্সিক্ষত দর্শক উপস্থিতি হবে বলে আশা করছেন।

সর্বশেষ খবর