রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা

বিরোধী দল শক্তিশালী না থাকা সংকট

-গোলাম আব্বাস চৌধুরী দুলাল

বিরোধী দল শক্তিশালী না থাকা সংকট

বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেছেন, দেশে যখন শক্তিশালী বিরোধী দল থাকে না, তখন স্বাভাবিকভাবেই সরকারি দলের রাজনৈতিক কার্যক্রম কমে যায়। বিরোধী দলের রাজনীতি শূন্যের কোটায় চলে গেছে। তিনি বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, অনেক ভালো কাজ করছে। তার মধ্যে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে। কিন্তু জনগণকে নিয়ে তার প্রতিবাদ কিংবা কোনো দাবি নিয়ে মাঠে নেই বিরোধী দল। একটি ভালো সরকার পেতে হলে একটি শক্তিশালী বিরোধী দল থাকা দরকার। নতুবা কাক্সিক্ষত অর্জন সম্ভব নয়। বরিশাল মহানগর আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায়। বিরোধীদের অস্তিত্ব নেই। এই ফাঁকে দলে বসন্তের কোকিলের আবির্ভাব হয়েছে। এ কারণে ত্যাগীরা দলে কোণঠাসা। তবে নতুন কমিটিতে ত্যাগের মূল্যায়ন হবে। তিনি বলেন, যেহেতু দেশে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। জনগণের অংশ হিসেবে দলের নেতা-কর্মীরাও সেই সুবিধা ভোগ করছে। দলে স্থানীয়ভাবে সংকট আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিরোধী দলের শক্তিশালী রাজনীতি না থাকাটাই সরকারি দলের জন্য একটা সংকট। বিরোধী দল মাঠে থাকলে সরকারি দলও নানা কর্মসূচি নিয়ে মাঠে সরব থাকত। রাজনীতি থাকত সরগরম। তিনি বলেন, সরকারবিরোধী রাজনীতি না থাকায় সরকারি দলের অনেক নেতা-কর্মী ঝিমিয়ে পড়েছে। এ সুযোগে বসন্তের কোকিল-সুবিধাভোগীরা ভিড় করছে। এমন কি সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও দলীয় ভাব। জনগণের সেবক কথাটা ভুলে তারা ক্ষমতাসীন দলের পরিচয়ে সুযোগ-সুবিধা নিতে চায়। এমনকি কোনো কোনো ক্ষেত্রে রাজনীতিও নিয়ন্ত্রণ কিংবা পরিচালনা করেন তারা। এগুলো অশনি সংকেত বলে মনে করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

সর্বশেষ খবর