শিরোনাম
রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
এরশাদের আসনে উপনির্বাচন

রংপুরে থাকার প্রতিশ্রুতি সব প্রার্থীর

রংপুর প্রতিনিধি

নির্বাচিত হলে ঢাকায় নয়, রংপুরে থেকে এলাকার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রয়াত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে রাহগীর আল মাহি সাদ। রংপুর-৩ আসনের প্রার্থী সাদ এরশাদ বলেছেন, ‘রংপুরে গ্যাস আনা হবে। কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলে কর্মসংস্থান বাড়ানো হবে। সবাইকে সঙ্গে নিয়ে রংপুরকে এগিয়ে নিতে কাজ করব।’ তিনি বলেন, ‘আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। তার স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদের (সাংবাদিকদের) পরামর্শে কাজ করব।’ গতকাল রংপুরের পালিচড়া এলাকায় গণসংযোগ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাদ এরশাদ বলেন, ‘ভোটে জিতলে রংপুরে থেকে আপনাদের কাছ থেকে সমস্যার কথা শুনব। সংসদে সমস্যা নিয়ে কথা বলব। চেষ্টা করব ঢাকার চেয়ে রংপুরে বেশি সময় দিয়ে জনসেবা করার।’ তিনি বলেন, ‘একটা কথা প্রচলিত আছে, যারা নির্বাচিত হন তারা রংপুরে না থেকে বেশির ভাগ সময় ঢাকায় থাকেন। আমার ক্ষেত্রে সেটি হবে না। আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হলে ঢাকায় নয়, রংপুরে থেকে এলাকার উন্নয়নে কাজ করব। আমার বাবার অসমাপ্ত কাজগুলো শেষ করতে চাই। তার স্বপ্ন পূরণ করার জন্য আমি আপনাদের পরামর্শে কাজ করব।’ সাদ এরশাদ বলেন, ‘আগামী ৫ অক্টোবর রংপুরবাসীর উন্নয়নের পক্ষে থাকার দিন। আশা করি ওই দিন সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে আপনারা আমাকে ভোট দেবেন। আমাকে ভোট দেওয়া মানে আমার প্রয়াত বাবাকে ভোট দেওয়া। আপনাদের দোয়া নিয়ে নির্বাচিত হলে আমি এলাকার উন্নয়নের চাকা সচল রেখে বাবার ঋণ পরিশোধ করার চেষ্টা করব।’

তিনি বলেন, ‘শৈশব থেকে আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। কিন্তু আমি প্রতিহিংসার রাজনীতি করতে চাই না। ভালোবাসা ও উন্নয়ন দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন করতে চাই।’ এদিকে নগরীর নূরপুরে গণসংযোগ চলাকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির প্রার্থী রিটা রহমান বলেন, ‘আর ঢাকা নয়, নির্বাচিত হলে রংপুরের অবহেলিত মানুষের পাশে থেকে পিছিয়ে পড়া রংপুরকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করব। সংসদে গিয়ে রংপুরের মানুষের কথা বলব।’

নগরীর দর্শনা ও টার্মিনাল এলাকায় গতকাল গণসংযোগকালে স্বতন্ত্র প্রার্থী আসিফ শাহারিয়ার বলেন, নির্বাচিত হলে রংপুরের অবকাঠামো, শিক্ষা, কর্মসংস্থান, শিশু-কিশোরদের সুস্থ পরিবেশ, ধর্মীয় সহমর্মিতা, রাজনৈতিক সম্প্রীতি, অসহায়, বৃদ্ধ, বিধবা, এতিমদের নিরাপত্তা, মাদকমুক্ত সমাজ, কৃষক এবং খামারের উন্নয়ন, শ্রমিকসমাজের উন্নয়ন, সামাজিক সম্প্রীতি, সামাজিক আন্দোলন জোরদার, নারীসমাজের উন্নয়ন, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের সমস্যা সামাধান, পরিবেশ-পরিচ্ছন্নতা অভিযান নিয়ে তিনি কাজ করবেন। সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ মারা যাওয়ায় রংপুর-৩ আসনটি শূন্য হয়। শূন্য এ আসনে উপনির্বাচনে ভোট নেওয়া হবে ৫ অক্টোবর। এ আসনের ১৭৫টির মধ্যে সব কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হবে।

সর্বশেষ খবর