শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

প্রাথমিক বিদ্যালয়ে নেই উন্নত টয়লেট

স্বাস্থ্যঝুঁকিতে শিশু শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। কিন্তু এর বেশির ভাগ স্কুলের টয়লেটগুলো অপরিচ্ছন্ন। নেই হাত ধোয়ার ব্যবস্থাও। এই অপরিচ্ছন্ন  পরিবেশের কারণে পানিবাহিত রোগসহ বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হচ্ছে শিক্ষার্থীরা। প্রাথমিক বিদ্যালয়ের স্যানিটেশন নিয়ে ২০১৪ সালে একটি গবেষণা পরিচালিত হয়। স্থানীয় সরকার বিভাগের পলিসি সাপোর্ট ইউনিটের উদ্যোগে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় আন্তর্জাতিক উদরাময় রোগ গবেষণা কেন্দ্র (আইসিডিডিআরবি) বাংলাদেশ জাতীয় ভিত্তিমূল জরিপ (ন্যাশনাল হাইজিন বেসলাইন সার্ভে) পরিচালনা করে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে স্বাস্থ্যবিধি চর্চার বিষয়ে ধারণা নিতে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে জরিপ চালানো হয়। জরিপে দেখা যায়, বিদ্যালয়গুলোর ৫৫ শতাংশ টয়লেটে তালা দেওয়া থাকে। খোলা রাখা টয়লেটের মধ্যে মাত্র ২৪ শতাংশ ব্যবহারের উপযোগী। ৮০ শতাংশ স্কুলে নিরাপদ পানির ব্যবস্থা আছে। কিন্তু টয়লেটের কাছাকাছি হাত ধোয়ার পানির ব্যবস্থা রয়েছে মাত্র ৪৫ শতাংশ বিদ্যালয়ে। পানি ও সাবানসহ হাত ধোয়ার ব্যবস্থা আছে এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে। ১৬৯ জন শিক্ষার্থীর জন্য প্রতি মাসে বিদ্যালয়গুলো গড়ে খরচ করে ৬১ টাকা।

ওই জরিপে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীদের ‘মাসিক’ বা ‘পিরিয়ড’-এর বিষয়টি নিয়েও আলোচনা করা হয়েছে। মাত্র ৬ শতাংশ ছাত্রী মাসিক সম্পর্কে বিদ্যালয় থেকে জানতে পারে। কেবল ১১ শতাংশ বিদ্যালয়ে ছাত্রীদের জন্য আলাদা টয়লেট আছে। কিন্তু মাসিক ব্যবস্থাপনার ব্যবস্থা আছে মাত্র ৩ শতাংশ স্কুলে। তাই ৮৬ শতাংশ ছাত্রী মাসিকের সময় বিদ্যালয়ে আসতে চায় না। এ ছাড়া হাত ধোয়ার উপকরণ ও টয়লেট পরিচ্ছন্ন রাখার জন্য সরকারের দিক থেকে অর্থ বরাদ্দ দেওয়ার প্রয়োজন বলে মনে করা হয়। শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে পরিচ্ছন্ন টয়লেটের দাবি জানিয়েছেন অভিভাবকরা।

সর্বশেষ খবর