শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা
মহানগর দক্ষিণ আওয়ামী লীগ

সম্মেলন নিয়ে পাল্টাপাল্টি মত নেতাদের

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সম্মেলন নিয়ে পাল্টাপাল্টি মত দিয়েছেন নেতারা। তবে কোনো ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সম্প্রতি ঢাকা মহানগর আওয়ামী লীগকে কেন্দ্র থেকে সম্মেলন করতে নির্দেশ দেওয়া হয়।  গতকাল বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বর্ধিত সভায় আবুল হাসনাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের পরিচালনায় এতে আসন্ন সিটি নির্বাচনের আগে সম্মেলন করার পরিবেশ নেই দাবি করে বক্তব্য দেন সহসভাপতি খন্দকার এনায়েতুল্লাহ, আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, ডা. দীলিপ রায়, সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল ইসলাম স্বপন, গোলাম আশরাফ তালুকদার প্রমুখ। প্রায় অভিন্ন সুরে তারা বলেন, সামনে ঢাকা সিটি নির্বাচন। আওয়ামী লীগের জাতীয় সম্মেলনও আছে। আমাদের সম্মেলনের গুরুত্ব দায়িত্ব পালন করতে হয়। সে জন্য সম্মেলন না করতে কেন্দ্রীয় নেতাদের অবহিত করতে নীতিগত সিদ্ধান্ত রেজ্যুলেশন করতে মত দেন তারা। অপরদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের আগেই সম্মেলন করার পক্ষে মত দিয়ে বক্তব্য রাখেন সহসভাপতি আবু আহমেদ মন্নাফী, সাংগঠনিক সম্পাদক মোর্শেদ কামাল, শিক্ষাবিষয়ক সম্পাদক মেসবাহুর রহমান ভূঁইয়া রতন, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ওমর বিন আবদুল আজিজ, সহ-দফতর সম্পাদক মিরাজ হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সেন্টু, সাজেদা বেগম প্রমুখ। তারা বলেন, বিগত তিন বছরে কমিটির অনেক ব্যর্থতা আছে। এই ব্যর্থতার পাল্লা আর ভারি করতে চাই না। বৈঠক সূত্রে জানা যায়, পাল্টাপাল্টি বক্তব্যে শেষ পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেননি শীর্ষ নেতারা। তবে আজ শুক্রবার মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় ওবায়দুল কাদের কী সিদ্ধান্ত দেন সেটির ওপরই আস্থা রেখে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন মহানগর সভাপতি আবুল হাসনাত।

সর্বশেষ খবর