শিরোনাম
শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯ ০০:০০ টা

যান্ত্রিক ত্রুটিতে ঢাকায় বিমানের জরুরি অবতরণ

নিজস্ব প্রতিবেদক

সৈয়দপুরের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি উড়োজাহাজ ফের শাহজালালে ফিরে এসে জরুরি অবতরণ করেছে। গতকাল বেলা সোয়া ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ড্যাশ-৮ উড়োজাহাজটি জরুরি অবতরণ করে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানবন্দরের একাধিক সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এ এইচ এম তৌহিদ-উল আহসান। বিমানবন্দরের সিনিয়র স্টেশন এয়ার ট্রাফিক অফিসার এস এম ওহিদুর রহমান বলেন, ‘বিমানের ড্যাশ-৮ উড়োজাহাজটি সকাল ১০টা ২১ মিনিটে ৬০ জন আরোহী নিয়ে সৈয়দপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। কিন্তু সৈয়দপুরের আকাশসীমায় পৌঁছানোর পর উড়োজাহাজটির হাইড্রোলিকে সমস্যা দেখা দেয়। এ কারণে সেখানে অবতরণ না করে পাইলট উড়োজাহাজটি ঢাকায় ফিরিয়ে আনেন। এর আগে ১৪ অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ময়ূরপঙ্খী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর পাখির আঘাতের (বার্ড হিট) কারণে জরুরি অবতরণ করে। একই উড়োজাহাজ গত ১৯ সেপ্টেম্বর ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে একই বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সেদিন উড়োজাহাজটি ঢাকা থেকে ১৪৩ জন যাত্রী নিয়ে সকাল ৮টা ৪৪ মিনিটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেছিল। উড্ডয়নের পর ল্যান্ডিং গিয়ার ভিতরে প্রবেশ করানোর চেষ্টা করলেও ভিতরে না যাওয়ায় ঢাকায় ফিরে আসার সিদ্ধান্ত নেন পাইলট। প্রায় এক ঘণ্টা ধরে চেষ্টার পর ব্যর্থ হয়ে পাইলট উড়োজাহাজটি শাহজালাল বিমানবন্দরে নিরাপদে জরুরি অবতরণ করান। এই বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ বিমানের বহরে যুক্ত হয় ২০১৫ সালের ২২ ডিসেম্বর।

সর্বশেষ খবর