মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা লাইনের ত্রুটিতে

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত ও আগুনের ঘটনায় লাইনের ত্রুটি খুঁজে পেয়েছে পাকশী রেলওয়ের তদন্ত কমিটি। গতকাল বিকালে তদন্ত কমিটির প্রধান পাকশী রেলওয়ের পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রাথমিক তদন্তে রেললাইনের ত্রুটির প্রমাণ পাওয়া গেছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শী, রেলওয়ে বিভাগের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ শেষে খুঁটিনাটি বিষয়াদি বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে দুর্ঘটনার কারণ চিহ্নিত করে দুটি সুপারিশও করা হয়েছে। এর আগে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত কমিটি লুপ লাইনের ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটেছে বলেও প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে। পাকশী রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মো. আহসান উল্লাহ ভূঁইয়া জানান, দুর্ঘটনার দিন বিভাগীয় পরিবহন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনকে প্রধান করে ৪ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে ৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়। নির্ধারিত সময়ে প্রতিবেদনটি দাখিল করা হয়েছে। প্রতিবেদনটি মন্ত্রণালয়ের পাঠানো হবে। প্রসঙ্গত, গত ১৪ নভেম্বর দুপুর ২টার দিকে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে  স্টেশনে পৌঁছার আগে এর ইঞ্জিনসহ ৮টি বগি লাইনচ্যুত হয়। এ সময়  ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগিতে আগুন ধরে যায়। এতে অন্তত ১০ জন আহত হয়। এ ঘটনায় রেল বিভাগ তিনটি ও জেলা প্রশাসন একটি কমিটি গঠন করে।

সর্বশেষ খবর