মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯ ০০:০০ টা

বন্দুকযুদ্ধে ২ জন নিহত

প্রতিদিন ডেস্ক

রাজধানীর খিলক্ষেত ও সুনামগঞ্জের ছাতকে কথিত বন্দুকযুদ্ধে গতকাল গভীর রাতে এক মাদক ব্যবসায়ী এবং এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। রাজধানীর খিলক্ষেত এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নাম মিজানুর রহমান মিণ্টু ওরফে মেঘা মিণ্টু (৩৪)। রাত সোয়া ১ টার দিকে স্বদেশ প্রোপার্টি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শ্যুটারগান, দুটি শটগান, ১০টি কার্তুজ ও ৯৯০ ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর অপারেশনস অফিসার এএসপি মো. কামরুজ্জামান জানান, নিহত মিণ্টু মাদক ও অস্ত্র ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ অন্তত ১৩টি মামলা রয়েছে। মিণ্টুর গ্রামের বাড়ি বরিশালের বাকেরগঞ্জে। ২০১০ সালে তিনি ঢাকায় এসে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন। সুনামগঞ্জ প্রতিনিধি জানান, সুনামগঞ্জের ছাতক উপজেলার বোকারভাঙা এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের ঘটনায় এক ডাকাত সর্দার নিহত হয়েছেন। আহত হয়েছেন পুলিশের পাঁচ সদস্যও। পুলিশ জানায়, লক্ষণদর আলী নামে পুলিশের হাতে গ্রেফতার এক ডাকাত সর্দারকে নিয়ে গতকাল ভোর রাতে অস্ত্র উদ্ধারে গেলে ডাকাতদলের অতর্কিত গুলিবর্ষণ ও পুলিশের পাল্টা গুলিবর্ষণে এ হতাহতের ঘটনা ঘটে। নিহত ডাকাত সর্দার লক্ষণদর ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের জিয়াপুর-হবিবপুর গ্রামের কলমদর আলীর ছেলে। তিনি ১২টি ডাকাতি মামলার পলাতক আসামি ছিলেন।

 পুলিশ ও ডাকাতদলের মধ্যে ৬০ রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের গুলিতে ৫ পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর