শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

কেরানীগঞ্জে আগুনে মৃতের সংখ্যা বেড়ে ২১

নিজস্ব প্রতিবেদক

ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুনে দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন মফিজুল ইসলাম (৪৫)। গতকাল শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে এখন পর্যন্ত এ অগ্নিকান্ডে  মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১-এ। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন জানান, মফিজুল ইসলামের শরীরের ৫০ ভাগই পুড়ে গিয়েছিল। দগ্ধদের সারিয়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছেন চিকিৎসকরা।

ওই অগ্নিকান্ডের ঘটনায় ৩২ জনকে দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। পরে ১১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। দগ্ধের বেশির ভাগের শরীরের ৫০ থেকে ৮০ ভাগই পুড়ে গেছে।

সর্বশেষ খবর