শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক

বিশেষ অ্যাপসের মাধ্যমে সদস্য সংগ্রহ, প্রশিক্ষণ ও নাশকতার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিম। এমনকি তারা চাপাতি দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালিয়ে গণমাধ্যমে সাড়া ফেলতেও চেয়েছিল। বিভিন্ন অ্যাপস ও অনলাইনভিত্তিক ব্যবসার আড়ালে তারা জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিল। এসব অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের চার সদস্যকে বুধবার রাতে রাজধানীর শাহআলীর রাইনখোলা ঈদগাহ মাঠের পাশ থেকে আটক করেছে র‌্যাব। গতকাল রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানান র‌্যাব-৪ এর অধিনায়ক মোজাম্মেল হক। আটক চারজন হলেন- আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী, মেহেদী হাসান শাকিল ওরফে বাবু, আবদুল আল মামুন ওরফে আসাদুল্লাহ হিল গালিব এবং নাজমুল হাসান। অধিনায়ক মোজাম্মেল হক বলেন, কম্পিউটার সায়েন্সে চার বছর মেয়াদি ডিপ্লোমা শেষ করে পূবালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগ দিয়েছিলে আদনান চৌধুরী। পাশাপাশি নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদে (হুজি) সক্রিয় ছিলেন। জঙ্গি কার্যক্রমের কারণে ২০১৫ সালে গ্রেফতার হন। এক বছর ১১ মাস কারাভোগ করে জামিনে মুক্তি পেয়ে ফের জঙ্গিবাদে জড়ান আদনান। হুজি ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমে সক্রিয় হন। অনলাইনে কম্পিউটারের সামগ্রী বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহের ব্যবসার আড়ালে তিনি আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি বলেন, আটককৃতরা প্রটেকটিভ অ্যাপস ব্রাউজার ব্যবহার করে জঙ্গিবাদের প্রচারণা চালাতেন। এদের মধ্যে মেহেদী হাসান বাবু প্যারা মেডিকেলে পড়াশোনা করতেন। দুই বছর ধরে আনসারুল্লাহ বাংলা টিমের সঙ্গে যুক্ত। আর আল মামুন দ্বিতীয় বর্ষের ছাত্র। সেও দুই বছর ধরে যুক্ত। নাজমুল হাসান একটি ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। অনলাইনে ছদ্মনাম ব্যবহার করে জঙ্গি কার্যক্রম পরিচালনা করছিলেন তারা। নিজেদের মধ্যে যোগাযোগের জন্য সবসময় গোপন অ্যাপস ব্যবহার করতেন। এরা গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিপক্ষে, তাদের মতে এই ব্যবস্থা তাগুতি বা বাতিল। তারা গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে অবৈধ হিসেবে আখ্যায়িত করে, তথাকথিত খেলাফত প্রতিষ্ঠায় জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

সর্বশেষ খবর