মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

প্রতিশ্রুতি অগ্রাধিকারে বাস্তবায়ন জরুরি

-মুনিরা খান

প্রতিশ্রুতি অগ্রাধিকারে বাস্তবায়ন জরুরি

ঢাকায় নবনির্বাচিত দুই মেয়রকে তাদের প্রতিশ্রুতিগুলো অগ্রাধিকারভিত্তিক বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্সের (ফেমা) প্রেসিডেন্ট মুনিরা খান। তিনি বলেন, দুই সিটি নির্বাচনে তারা যে ইশতেহার দিয়েছেন তাদের তা ভালো করে পড়া উচিত। নবনির্বাচিত মেয়রদের দেখতে হবে, কোনগুলো দ্রুততার সঙ্গে কাজ করতে হবে। তাহলে মানুষ দেখবে, তারা চেষ্টা করছেন। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন। ফেমা প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, দুই মেয়রকে রাজধানীর সব সেবা সংস্থাগুলোর সঙ্গেও বসা উচিত। তাদের সব কাজ নিয়ে একটি সমন্বয় করা উচিত। এক সংস্থা যেন আরেক সংস্থার বিপরীতমুখী অবস্থানে না যায়। সবার সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, দুই মেয়রের ইশতেহারে অনেক ভালো দিক রয়েছে। এগুলো এখন তাদের বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ। কারণ, জনগণকে দেওয়া কথা তাদের রাখতে হবে। জনগণকে সঙ্গে নিয়েই তাদের কাজ করতে হবে। মেয়ররা রাজধানী চষে বেড়িয়েছেন। প্রতিটি এলাকাভিত্তিকও বেশকিছু সমস্যা রয়েছে। এগুলোও তাদের মাথায় রাখতে হবে। যে কাজগুলো জরুরি, তা এখনই শুরু করে দেওয়া ভালো। মুনিরা খান বলেন, ঢাকার দুই মেয়রের এখন জবাবদিহিতা আরও বেড়ে গেছে। তারা স্বচ্ছ প্রক্রিয়ায় কী করবেন, তার একটি রোডম্যাপ দিয়ে দেওয়া উচিত। তাহলেই তারা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবেন বলে আমার বিশ্বাস। 

সর্বশেষ খবর