মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

চট্টগ্রামে বস্তিতে আবার আগুন পুড়ল শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে বস্তিতে আবার আগুন পুড়ল শতাধিক ঘর

আগুনে সব হারিয়ে আহাজারি বস্তিবাসীর -বাংলাদেশ প্রতিদিন

চট্টগ্রাম নগরের পশ্চিম মাদারবাড়িতে রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা এসআর বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গেছে । এ নিয়ে ১০ দিনের ব্যবধানে তিনটি বস্তিতে আগুন লাগল। নিঃস্ব হয়েছেন বস্তিবাসী।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল নগরের পশ্চিম মাদারবাড়িতে রেলওয়ের মালিকানাধীন জমিতে গড়ে ওঠা এসআর বস্তিতে আগুনের ঘটনায় শতাধিক ঘর পুড়ে যায়। আগুনে বস্তিবাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিস কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া গত ৩১ জানুয়ারি নগরের পাঁচলাইশ থানাধীন মির্জাপুর হুমায়ুন কলোনি নামের একটি বস্তিতে আগুনে ৬৪টি কাঁচা ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে গত ২৪ জানুয়ারি হুমায়ুনের ভাইয়ের মালিকানাধীন বাবুর কলোনি নামের বস্তিতে আগুনের ঘটনা ঘটে। তবে এক সপ্তাহের ব্যবধানে একই এলাকার পাশাপাশি দুটি আগুনের ঘটনার মধ্যে যোগসূত্র থাকতে পারে বলে দাবি করেছেন স্থানীয়রা।  চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আজিজুল ইসলাম বলেন, ‘১০ দিনের ব্যবধানে তিনটি বস্তিতে আগুনের ঘটনা ঘটে। কিন্তু যা ঘটছে তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় তথ্য জানা যাবে।’

সর্বশেষ খবর