মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ টা

বিদেশ যেতে নেওয়া যাবে ১০ হাজার ডলার

নিজস্ব প্রতিবেদক

বিদেশ গমন বা আগমনের ক্ষেত্রে ঘোষণা ছাড়াই ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা বহন করা যাবে। গতকাল বাংলাদেশ ব্যাংক বিদেশে যাওয়া-আসার সময় বৈদেশিক মুদ্রা রাখার সর্বোচ্চ অঙ্ক দ্বিগুণ করে এ প্রজ্ঞাপন জরি করেছে। এত দিন বিদেশে যাওয়া-আসার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার ডলার বহন করা যেত।

জানা গেছে, এত দিন ব্যক্তি পর্যায়ে সর্বোচ্চ ৫ হাজার ডলার বহনের সুযোগ ছিল; যা বছরে সর্বোচ্চ ১২ হাজার ডলার পর্যন্ত বহনের সুযোগ রয়েছে। নতুন প্রজ্ঞাপনে একবারে ১০ হাজার ডলার বহনের সুযোগ থাকলেও বছরে ১২ হাজার ডলারের বেশি হবে না। ফলে নতুন নিয়মে কোনো বাংলাদেশি বিদেশ যাওয়ার সময় কোনো ঘোষণা ছাড়া অনধিক ১০ হাজার মার্কিন ডলার সঙ্গে রাখতে পারবেন এবং বিদেশ থেকে আসার সময়ও একই পরিমাণ ডলার ঘোষণা ছাড়াই বহন করতে পারবেন। তবে শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে ফরমে ঘোষণা দিয়ে যে কোনো পরিমাণ বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনার সুযোগ রয়েছে।

সর্বশেষ খবর